পৌষ এল ঘরে -৩২
বিকাশ যশ
শীতের সকাল
শিশির ঝরা শীতের সকাল
ফুলগুলি সব হাসছে
কনকনে এই ঠাণ্ডা হাওয়ায়
টুসুর সে গান ভাসছে।
চারিদিকে ঐ বসছে মেলা
কিনছে নতুন বই
ধানের ক্ষেতে তুলছে পৌষ
মাখছে চিঁড়া দই।
আসকে পরব পিঠা পায়েস
নানান রকম খাবার
খেয়ে-দেয়ে তুলছে ঢেকুর
করছে সময় কাবার।
ঠক ঠক ঠক কাঁপছে শরীর
গরম পোশাক চাই
নানা রঙের ফুল-গুলি সব
হাসছে যেন তাই।
মাঠে ঘাটে কত যে আনাজ
করছে চাষি চাষ
কেউ বা আবার খুঁড়ছে মাটি
করছে টাইম পাশ।
গাছে গাছে ডাকছে পাখি
থাকছে গানের রেশ
ঠাণ্ডা ঠাণ্ডা শীতের আমেজ
কাটছে সময় বেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন