পৌষ এল ঘরে -৪৩
রমলা মুখার্জী
১.
আইলো পৌষ
আইলো পৌষ পাইতলাম টুসু
এই মাসটোতেই আইলো যীশু।
আইলো পরব, পৌষ-মেলা-
চাকলি-পিঠার আইলো বেলা।
খেইজুর-রস, খেইজুর গুড়-
গইন্ধে বাইতাস ভুর ভুর ভুর।
পুইজবো টুসু, গাইবো গান
খেত-খামারে তুইলবো ধান।
পৌষ তু, চাষীর আইসান-
সংক্রান্তিতে টুসু ভাইসান।
লাচবো টুসুর ভাসান রাইতে-
কুমারী মেইয়েরা একসাইথে।
চিরকুমারী মুর টুসুমাইতা-
অক্ষয় হোউক টুসুর গাইথা।
২.
পৌষ মানেই পার্বন
পৌষে বাজে প্রেমের নূপুর
রোদ পোহানো আলসে দুপুর।
শরীর জুড়ে হিমেল পরশ-
জাগছে দেহে পুলক হরষ।
এসেছে ঘরে আমার সুজন
পৌষ-মেলাতে মাতবো দুজন।
নানান পরব পৌষ জুড়ে
মনটা দোলে টুসুর সুরে।
নলেন গুড়ের পিঠে পায়েস-
পৌষে খেতাম করে আয়েস।
এখন পিঠে বাড়িতে নাই
মেলার মাঠেই কিনে খাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন