পৌষ এল ঘরে -৩৮
সঞ্জীব দে
১.
অনিশ্চয়তা
ফোটা ফোটা হয়ে ঝালকাঠি র
মাথায় ঝুলতে থাকা
অস্বাভাবিক ভাবে,
মাটির দাওয়ায় বাঁশের খুঁটি র মাথায়
ঝুলন্ত হ্যারিকেনের আলোর মতোন চাঁদ
এক পটভূমিকা রচনা করে।
গভীর অরণ্যে জমাট বাধা পাতার
আলসেমিতে
চোরাগোপ্তা ভাবে এক মাদকতার আবেশ
তুমি শেলি'র কবিতা হয়ে
শরীরের গোপনতায়
আমার ভালোবাসা ঝুলিয়ে রাখো,
বাস্তবতা যেভাবে পৌষে ঝুলে থাকে
অনিশ্চয়তায়।
-
২
পাথরের প্রতি গোলাপ বর্ষণ
এক আকাশ আলো,
ক্রশ আর একটা মানুষ
রচনা করে ফেলে ইতিহাস।
বড় বড় পাথর ছড়ানো পাহাড়ি পথ,
চড়াই উতরাই পেরিয়ে
ক্রশ টেনে আনে কাতর এক মনিষ্যি;
সে ঈশ্বর হয়ে যায় দেবতার সন্তান!
মানুষের অত্যাচারে ক্রশ বিদ্ধ পেরেকে রক্তাক্ত হয়ে,
ক্ষুধায় নিরান্ন সে বলে ওঠে -
"হে প্রভু ক্ষমা করে দাও এদের,
জানে না কি অন্যায় কাজ করছে এরা! "
পাথরের প্রতি যেন গোলাপ বর্ষণ।
এক আকাশ আলো,
ক্রশ আর একটা মানুষ
রচনা করে ফেলে ইতিহাস।
বড় বড় পাথর ছড়ানো পাহাড়ি পথ,
চড়াই উতরাই পেরিয়ে
ক্রশ টেনে আনে কাতর এক মনিষ্যি;
সে ঈশ্বর হয়ে যায় দেবতার সন্তান!
মানুষের অত্যাচারে ক্রশ বিদ্ধ পেরেকে রক্তাক্ত হয়ে,
ক্ষুধায় নিরান্ন সে বলে ওঠে -
"হে প্রভু ক্ষমা করে দাও এদের,
জানে না কি অন্যায় কাজ করছে এরা! "
পাথরের প্রতি যেন গোলাপ বর্ষণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন