শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়...হেমন্তের সকাল -২০।। সমাজ বসু।। Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 





হেমন্তের সকাল -২০

সমাজ বসু






ফিরে এসো

হেমন্তের দেরাজ খুলে নেমে আসে শীতের পোশাক---
টুপি, সোয়েটার,মোজা ইত্যাদি।
একে একে ফিরে আসে পরিযায়ী পাখি,
পরিযায়ী পাখির ডানায় ক্রমশ বিলি কাটে---
সাঁতরাগাছির ঝিল। 

এভাবেই উষ্ণতা নিয়ে বড় নিঃশব্দে ফিরে গেছে
কোন এক হেমন্তের সাতসকাল এবং তুমি। 

আরো একবার---
হেমন্তের টুপটুপ শিশির ছুঁতে চায় তোমাকে,
ফিরে এসো।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন