হেমন্তের সকাল -২১
বিকাশ চন্দ
ধান শীষের ছড়ায়
১.
মাঠ ময় জীবনের সোনালী নাড়ির টান
ঋতু রাগে নত মাথায় দরিদ্রের ভার
মাঠে মাঠে ধান শস্য আত্মার সুধা
পাখিদের ডানার হাওয়ায় দোল খায়
চাষি বৌর বুকে হেমন্ত সকালে নবান্ন শ্বাস
নিকোনো উঠোনে শস্যের আবাহনী সময়
মাটির শূন্যতায় ভরে ওঠে সংসারী অর্ঘ্য।
২.
পাখিরাও জানে ডানায় তার হেমন্ত হাওয়া
ঠোঁটে ঠোঁটে শস্যের সংলাপ খুঁটে আনে
দুটো চোখে গোপন হাসি প্রিয় অনুক্ত কথা
বীজে অঙ্কুরে উল্লাস মাটি মানুষ জলে
তবুও মহাজনি চৌকস নীল খেরোখাতায়
শোষক পোকারা বেড়ে ওঠে ঋণের দাদনে
চোখের জলের মতো অদৃশ্য কুয়াশা সময়
টুপটাপ ঝরে পড়ে পুরুষ্টু ধান শীষের ছড়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন