আলোর- উৎসব -৩২
শ্রাবণী বসু
কথোপকথন
কোন আলোর কথা বলবো বলো?
চাঁদ ,তারা,গ্রহ...তাদের কথা শুনেছো তো বহুবার
আবার সেই পুরানো কাসুন্দি...!
বেশ , নাহয় আরেকবার বলছি।
না, না..আলোর কথা তবে থাক।
তার স্বভাবের কথা বলো...
আলোর স্বভাব?
বেশ বললে তো? নতুন লাগলো কানে
তার সম্পর্কে কতটুকুই বা
আমি জানি বলো?
তবে ,আমি জোনাকির কথা জানি
প্রতিটি সন্ধ্যা দিনের শেষে যখন
পিঠের উপর খুলে দেয় আজানুলম্বা চুল,
কাঁকুরে রাস্তা, মাটির উঠোন,পুকুরঘাট
ওই চুলের ভিতর ঢাকা পড়ে যায়
পুকুরের পদ্মগুলো পাপড়ি গুটিয়ে
ঘরের দোর এঁটে বসে পড়ে
দেখতে দেখতে তারাও ডুবে যায় ঐখানে।
চুপচাপ অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দেখতে পাই--
একঝাঁক জোনাকি আলোর পালকি থেকে নেমে অন্ধকারের কপালে আলোর টিপ পরিয়ে দিচ্ছে
কালো যুবতী যে কতখানি রূপসী হয়
নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবেনা,জানো?
জোনাকির কথা থাক।আমার কথা বলো।
তোমার কথা? যা বলতে চাই
সে কি আমি বলতে পারবো?
তবে জানো, বুকের ভিতর যে জোনাকিগুলো
আমাকে পথ করে দেয়
তাদের মুখ আর তোমার মুখ এক রকম।
কী যে বলোনা,ছাই...
তোমার মতো নির্লজ্জে আমি জন্মেও দেখিনি।
বেশ,তবে তুমি বলো। আমি চুপটি করে শুনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন