সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়...আলোর- উৎসব -১৮।। বিশ্বজিৎ রায়।। Ankurisha ।। E.Magazine Bengali poem in literature ।।







আলোর- উৎসব -১৮

বিশ্বজিৎ রায় 






আলোর উৎসব 

 এক


জন্মের পর প্রথম যাকে ছুঁয়েছিলাম 
তার শরীরে লেগে ছিল এক অপার্থিব আলো, 
জীবনে প্রথম যাকে ভালোবেসেছিলাম 
তাঁর নাম ছিল 'আলো',
প্রথম তাকে যে উপহারখানি দিয়েছিলাম, 
সেটি ছিল  একমুঠো আলো,
আমার প্রথম ছাপা কবিতার নামটিও ছিল 'আলো'....

যে কোম্পানিতে প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম
তার নাম ছিল 'আলো ইন্ডাস্ট্রিজ',
যে দপ্তরে প্রথম চাকরি পেয়েছিলাম 
তার নাম  ছিল 'আলো দপ্তর '----
সুনন্দাকে প্রথম শুনিয়েছিলাম যে গান
সেটি ছিল ' আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা',
প্রথম যে সিনেমাটা ওর সঙ্গে দেখেছিলাম
তার নাম ছিল 'নতুন আলো'.....

আমার ক্লাবের নাম 'আলো সংসদ ', 
আমার সন্তানের নাম ' আলোময়', 
আমার বাড়ির নাম ' আলোবাড়ি',
প্রিয় কবির নাম 'আলোক সরকার '----

আলোর পথযাত্রী আমি,
সারাজীবন ধরে আমার আলোর উৎসব.... 





 দুই

আলো আর খুশী করেনা অনুভূতিহীন এই প্যাডেল জীবন ---
সবসময় মনেহয় যেন আলোর নিচে পড়ে আছে 
ভেঙে চৌচির হয়ে যাওয়া আমার ভয়ার্ত মন... 

সেকথা ভুলে থাকতে প্রাণপণে নিজেকে 
আলোরঙে সাজাই ভরপুর,  জেগে থাকি 
আলোর আলপনায় শঙ্কাগুলো  ঢেকে...

দগ্ধ-লাঞ্চিত মনটাকে বাঁচিয়ে রাখতে, তীব্র জ্বরে
সব আলোঘর থেকে মাধুকরী করি আলো, 
যেন আলোর আমিকে দেখে অন্যরা ঈর্ষা করে...










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন