সোমবার, ১১ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আগমনী বন্দনা -৩২।। অনিন্দিতা শাসমল।।Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 





আগমনী বন্দনা -৩২

অনিন্দিতা শাসমল



দেবীপক্ষে তোমাকে...



তোমার কলম আজ সত্যি কথা বলুক ;

তোমার মন আর মুখ এক হোক,

হে পুরুষ ,তুমি প্রেমিক অর্জুন না হয়ে,কৃষ্ণ না হয়ে , প্রজাভক্ত রামচন্দ্র না হয়ে ,প্রতিষ্ঠিত আলোকোজ্জ্বল সফল পুরুষের বর্ম ছেড়ে প্রিয় নারীর কাছের মানুষটি হয়ে ওঠো..


ফুলের  মতো যে নারী, শুধু তোমার জন‍্য

নিজের সুখের কথা না ভেবে,

শাড়ি গয়না না কিনে তোমার সন্তানকে সযত্নে লালন করে

পিতৃত্বের অহংকারের রাজমুকুট  পরিয়েছে তোমার মাথায়...

সেই নারীকে একটু আলো দাও,

মুক্ত বাতাস দাও  আর ভালোবাসো।

মিথ‍্যে প্রলেপ দিয়ে প্রতারণা কোরোনা,

বন্ধু হয়ে পাশে থাকো আজীবন...


সম্মানিত করো নিজের মাকে,দেশমাতৃকাকে

আর দুই মায়ের গর্ভজাত সব সন্তানদের;

শুধু দেবীপক্ষে নয়...

বছরভর...











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন