আগমনী বন্দনা -৭
দিশারী মুখোপাধ্যায়
১.
গানের রেকর্ড
কেবল জলের মধ্যে সন্দেহ ঘন করে মিশিয়ে রাখার
নামই উৎকৃষ্ট ফসল আর মধু সেবনের অধিকার প্রতিষ্ঠাই
জীবন নয়।যুদ্ধের আয়োজনে নেমে গানের আবহ নষ্ট
করো না হে বন্ধু
গানের রেকর্ড এখনো ঘুরছে বাতাসে
সুরের ঔষধিগুণে আরোগ্যের প্রীতি
কোথাও যেন মাথা তুলছে বিজয়-মিনার
শ্বাস বিতরণের অংশে বুকের বিস্তার
অনেকদূর থেকে ভেসে আসছে কোনো হাতের স্পর্শ, যাকে পেলে
স্বাদবিহীন অভিধানে পাই পাঁচফোড়নের সাঁতলানো ঘ্রাণ
ঘ্রাণের ভেতর এক সবুজ সুড়ঙ্গ,যাতে যাত্রা কেবল অবিরাম
২.
মানুষের ঘুম
পুষ্পবৃষ্টি, চন্দনবৃষ্টি - এসব বলার চালাকিও মানুষ
এখন বোঝে।
পণ্য ছাড়া আর কিছুই নয় তোমার মধুরতম মধুও।যদিও তারা
বোঝে না এসব চালাকি, চতুর্দিকের পলিউশনের জন্মদাতা মানুষেরই ঘুম
আমার বাড়ি আমাকে নিয়ে বিব্রত।জলে
যে-আকাশের মুখ দেখা যায়, উড়াল থাকে না
একটা লবণ জনিত স্বাদ ব্যাটারির আয়ু
বাড়িয়ে দেয়।গাড়ি তবু অচল করে তোলে রাস্তাকে
কোন মুহূর্তে ,কে, কী চিন্তা করে ,সেটা জানা থাকলেও আমরা
চিন্তাকে পোষ মানাতে পারিনি।শেকল একমাত্র জানত স্পার্টাকাসের
তৃষ্ণা কতটা প্রবল।আর আমাদের ভুল দিয়েই তৈরি সব শেকল
দুটি কবিতাই খুব সুন্দর। "পণ্য ছাড়া আর কিছুই নয় তোমার মধুরতম মধুও"। যথার্থ উচ্চারণ।
উত্তরমুছুন