বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

প্রেমের কবিতা -৪৪।। সুমনা রায়।।Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।




প্রেমের কবিতা -৪৪

সুমনা রায়



১.

প্রেম এক মরণবান


এসো আরো দূরত্ব বাড়াই।

এসো আরো ব্যবধান গড়ি।

যদি কোথাও জমাট বেঁধেছে একচুল বিশ্বাস,

এসো তছনছ করে ফেলি।

হৃদয়ে কোথাও জন্মাবেনা একবিন্দু প্রেম।

খান খান করে দেবো মুহূর্তের দুর্বলতা।

অনেক ভাগ্যে পুনর্জন্ম আমার।

অনেক যত্নে গলা টিপেছি 

আকাঙ্ক্ষা স্বপ্ন প্রত্যাশার। 


রাখবনা আমি মরণবান 

আর কারো ভরসায়।


কোনো ক্ষণিকের ভুলে

গড়বনা অমরাবতী।

এবার যদি ভাঙ্গে

মৃত্যুই অমোঘ নিয়তি।



২.

অপেক্ষা


"আর কতদিন অপেক্ষা করবো?"

দোতলা গাড়ির পেছনের সিটে,এ প্রশ্নকে রেখে 

দুজনে নেমে গেলো।


অফিস ফেরত বড়ো ক্লান্ত

দেখায় স্বাতীকে।

বাতাসে ভাসতে থাকে ঘামেভেজা শরীরের গন্ধ।

সব ক্লান্তি মুছে যায় আমার।

 

ওর এলোমেলো কালো চুলে

সন্ধ্যাকে মনে হতো কেশবতী  কন্যা।

আজ সে চুলেও দু একটা সাদা  তুলির  টান।


রোজ বাড়ি ফেরার সময়

জোর করে গুঁজে দেয়

কড়কড়ে কাগজের  নৌকা।

ওটাতেই গরম ভাত আর সেদ্ধ ডালের সঙ্গে লেগে থাকে মা মা গন্ধ।


হারিয়ে যাওয়া মায়ের কথা মনে পড়লেই 

চোখে ভেসে ওঠে

  মুখে পানপাতা ঢাকা

কচিকলাপাতা বউ।

সে পানপাতাটা  সরানো 

 হল না কোনোদিন।







আরও পড়ুন 👇🏾👇🏾


*আজ পর্ব-৫* 


ধারাবাহিক রহস্য উপন্যাস 

--------------------------------------

 *আংটী রহস্যের নেপথ্যে* 

💍💍অনন্যা দাশ 

https://wwwankurisha.blogspot.com/2021/09/ankurisha-emagazine-bengali-poem-in_9.html



1 টি মন্তব্য: