বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

প্রেমের কবিতা —৪৩।। অসীম ভুঁইয়া।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 





প্রেমের কবিতা —৪৩

অসীম ভুঁইয়া




ডুবুরি 



আমার ভেতর একটা শূন্যতা রেখে 
তুই সমুদ্র-স্নান সেরে নিলি।
কত জলরাশি, কত ঢেউ, কত জোয়ার-ভাঁটা 
তোকে উথাল-পাতাল করে দিল।

তোর স্নানযাত্রার সঙ্গী হতে পারিনি 
আমি তো শুধু একাকিত্বের পাঠ নিতে শিখেছি
আর চোখের কোণের মতো সূর্যটাকে নিস্তেজ হতে দেখেছি।

আমি তোর অভাবের কারণ হতে পারিনি কখনো।
শুধু ভালোবাসার শ্রেষ্ঠত্বে নিজেকে প্রত্যয়ী করে রেখেছি।
যদিও জানি জয়-পরাজয়ের বাস্তবতাটা এত সহজ সমীকরণ নয়।

তুই তীব্র আলো হতে পেরেছিস, 
প্রবল উত্তাপ হতে পেরেছিস
কারুর বা অন্ধকারও হতে পেরেছিস।

কিন্তু কখনো হতে পারিসনি চূড়ান্ত অতলতায় ডুবে থাকা
মুক্তোটির খোঁজ পাওয়া
সফল ডুবুরি।








আরও পড়ুন 👇🏾👇🏾

*প্রেমের কবিতা পর্ব-৪২* 
 *আজকের কবি* 
 💕ত্রিপর্ণা ঘোষ 

https://wwwankurisha.blogspot.com/2021/09/ankurisha-emagazine-bengali-poem-in_7.html

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন