মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

প্রেমের কবিতা—৪২।। ত্রিপর্ণা ঘোষ।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




প্রেমের কবিতা-৪২

ত্রিপর্ণা ঘোষ



১.

এক টুকরো বৃষ্টি


সন্ধাকালে যখন শহর জুড়ে বৃষ্টি নামে,

মনে পড়ে তোমার কথা।

জানতে ইচ্ছে করে খুব, এখনও খোঁজো নাকি

বৃষ্টিমাখা সন্ধ্যায় মেঘকন্যার মায়াবী বেশ।


বৃষ্টি কুড়ানোর স্বপ্ন নিয়ে একছুটে যাই ব্যালকনিতে,

কিন্তু দেয় না ধরা বৃষ্টিফোঁটা।

পুরানো ডায়েরীটার ধুলো পরিষ্কার করি।

কফি মাগ হাতে একাকী কাটে সন্ধ্যা,

বাইরে গাছের পাতায় বৃষ্টির টুপটাপ।


ডায়েরীর পাতায় চলতে থাকে এলোপাথাড়ি শব্দের বাক্য গঠনের অদম্য প্রয়াস।

হঠাৎ জ্বলে ওঠে সবুজবাতি মুঠোফোনটায়।

কালোমেঘ সরিয়ে নেমে আসে নীল আকাশ ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্টে।

মুষলধারায় নামে বৃষ্টি।

ধুয়ে দেয় শহরের বুকে জমে থাকা আবর্জনা।

বৃষ্টির ছটায় ভিজতে থাকে সমস্ত শরীর।





২.

নদীতটে


শিলাবতীর জল আছড়ে পড়ছে পাড়ে নিজ ছন্দে।

চাঁদের আলো জোয়ার খেলে যায় জলতটে;

শিশির ভেজা নদীপাড়ের ঘাস আলতো পদস্পর্শে গুটিয়ে নিচ্ছে নিজেদেরকে।

হাতে হাত অজান্তেই।


শূণ্য নদীতীর রচনা করেছে হাজার হাজার মাইল দূরের এক রূপকথার দেশের, সেই যেখানে আজও সোনায় মোড়া মেঘহরিণী ঘুরে বেড়ায় ঝর্ণা তলায়।


ক্রমে ক্রমে দূরত্ব কমিয়েছে দুটি অধ্যায়।

সীমান্তের বেড়াজাল ভেঙ্গে মুছে গেছে উপসংহার।

বাতাসে বাড়ছে পারদের উষ্ণতা।

নিঃশব্দতা ভাঙছে নদীঢেউ এর ছলাৎ,ছলাৎ শব্দ।










আরও পড়ুন 👇🏾👇🏾


*প্রেমের কবিতা পর্ব-৪১* 

 *আজকের কবি* 

💕পাঁপড়ি দাস


https://wwwankurisha.blogspot.com/2021/09/ankurisha-emagazine-bengali-poem-in_6.html


1 টি মন্তব্য: