বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

দুঃসময়ের কবিতা -৮০ ।। পরিমল চট্টোপাধ্যায়।। Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 





দুঃসময়ের কবিতা -৮০



পরিমল চট্টোপাধ্যায়

জড়


তবে কি শূন্যগর্ভে এই জন্ম!

প্রতিবিম্বিত ছবি
একরাশ কুয়াশা ও কালো।

এখানে নিরেট স্পর্শ অনাসক্ত নিউরোন। 
ব্যথারা স্পর্ধাবিহীন,
রঙিন বসন্ত জুড়ে ভগ্নস্বর বসন্তদূত। 

ভয় ও ভক্তি আসনবিহীন। 
রাঙা চোখের বিদ্যুৎ একান্ত নিষ্ফলা। 
যৌবননদীর কলস্বরে সাহারার হা হা। 

তবে এই শূন্যনির্মিতি
কেন হে অনন্তপুরুষ?
প্রবৃত্তি নিবৃত্তি অভ্যুদয় নিঃশ্রেয়স
রয়ে গেল চিরস্পর্শরহিত। 

জড় তবে এই ভ্রান্তিজীবন! 








আরও পড়ুন 👇🏾👇🏾





https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-e-magazine-bengali-poem-in.html


1 টি মন্তব্য: