লেবেল

রবিবার, ১১ জুলাই, ২০২১

দুঃসময়ের কবিতা -৬৯ ।। অভিজিত চ্যাটার্জী।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 





দুঃসময়ের কবিতা -৬৯


অভিজিত চ্যাটার্জী



১.

বর্ষা


হঠাৎ এলো গ্রীষ্ম জ্বালায়

    বৃষ্টি ভেজা দুপুর

মেঘেদের ওই মিষ্টি খেলায়

      ঝড়ছে বারি টাপুর টুপুর।

গ্রীষ্ম জ্বালায় স্বস্তি এলো 

       মেঘলা শীতল বাতাস

প্রকৃতিকে শীতল করতে এলো

          বৃষ্টি ধারার আভাস।

এলোমেলো দমকা হওয়ায়

      বৃষ্টিরাজি দোল খায়

ব্যাঙেদের ওই ঘ্যাঙর ঘ্যাঙর

       আনন্দে সবাই-ই গান গায়।

দহন জ্বালায় মুক্তি এবার

       বৃষ্টি ঝরা দুপুর

উঠান জুড়ে চলছে নৃত্য

         ছোট্ট খোকা-খুকুর।

গ্রীষ্ম দহনে শান্তি প্লাবনে

         বৃষ্টি ভেজা দুপুর

ডোবা নালা সব উপছে উঠেছে

           ভরেছে নদী-পুকুর।

একটু আগের চরম জ্বালা

           নিমেষে হোল শেষ

এখন শুধুই শীতল শরীর

            নেই গরমের লেশ।





২.

সুদিনের প্রতিক্ষা


শস্য - শ্যামলা ভারত আমার

       বর্তমান খোঁজ রাখ

প্রেমের এই উপত্যকায়

         মৃতের কোলাহল দেখ।

তরতাজা ফুসফুস গুলি

          যাচ্ছে ঝরে অকালে

সব চেষ্টা ব্যর্থ আজকে

            যাচ্ছে সবই বিফলে।

ধরণী  তুমিও কাঁদছো জানি

            তোমার চোখেও জল

কোথায় দাঁড়াবে? পথ হারাবে

              কতটুকুই বা স্থল?

সইছি কত, ঝড় -ঝঞ্জা

          মৃত্যুর সওগাত 

 সুখের কথা ভুলেই শুধু 

            কাটছে দুখের রাত।

  প্রতিটি মুহূর্তে  আতঙ্কে কাটে

            স্বজন হারানোর ভয়

    গোরস্থান  বা আগুন পাচ্ছেনা 

              মৃত  শব ভাসে গঙ্গায়।

ভ্যাক্সিনেশনেও দুর্ভিক্ষ আজ

           দেশের কালো রূপ

সুস্থ জীবন পাই কেমন করে

            সব বুঝেও চুপ।

রুজি - রোজগার বন্ধ সবই 

           যাতায়াত ব্যাবস্থা ও বন্ধ

সব বিষয়ের ই মধ্যে দেখি

            রাজনীতিরই গন্ধ।

সুস্থ পৃথিবীর প্রতীক্ষা তে 

             গুনছি সবাই দিন 

এই ভাবে কি যায় বাঁচা

             আসবে কি সেই শুভদিন?









আরও  পড়ুন 👇🏾👇🏾


https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_97.html


1 টি মন্তব্য: