দুঃসময়ের কবিতা-৬০
আশিস চৌধুরী
১.
বৃষ্টি-বাদলার দিনে
এই বৃষ্টি-বাদলার দিনে
পাঁপড় ভাজা মন
যখন এক নিমেষে ফুটপাত
কিংবা বস্তির দিকে উড়ে যায়
তখন প্লেটের ভাজা মিইয়ে যায়
চায়ে চুমুক দিলে তেতো লাগে
পরিত্রাণ পেতে সিগারেট ধরালে
খুকখুক করে কাশি হয়
ছুঁড়ে ফেলে জ্বলন্ত সিগারেট
ছাতা নিয়ে অনিমেষ বেরিয়ে পড়ে।
২.
সকাল
সোনালি চাদরমুড়ি দিয়ে যে সকাল
আমার সাথে বসে চা-পান করে
আর অন্য এক সকালের গল্প শোনায়
তার কথা শুনে স্বপ্নের জাল বুনি
কিন্তু বিকেলে ভোরের ফুল দেখে
খুব কষ্ট হয়,জাল ছিঁড়ে যায়।
৩.
চিতা
অসময়ে চলে যাওয়া বন্ধুর
শেষকৃত্য সেরে
ফিরতি পথে ভাবি বড় ভালোমানুষ ছিল
তাই বড় ভালো গেল
আর মনে হয় এই শ্মশান-শান্তি ছেড়ে
পতঙ্গের মত ফিরে যাচ্ছি
আর এক চিতার বুকে!
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_2.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন