ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে
কবিতায় শ্রদ্ধার্ঘ্য -১
পার্থ সারথি চক্রবর্তী
হে মহাজীবন
এক অদ্ভূত মায়াময় আলো...
ঘিরে রেখেছে আমাদের,
যা তোমার দেহনিঃসৃত জ্ঞানের পাহাড়ের;
মুছে দেয় কুসংস্কার, অন্ধবিশ্বাস।
তোমার প্রজ্ঞা
হৃদয় নিংড়ানো অবজ্ঞাকে সমাধিস্থ করে
ঘৃণার আগুনে পুড়িয়ে ছাই করে
মুহূর্তের মধ্যে, চিরতরে।
কত অভুক্ত, অজ্ঞানী, অচেতন প্রাণ
ফিরে পায় প্রকৃত জ্ঞানের আলো
তোমার দিক নির্দেশে-
হোক সে দেশি বা ফিরিঙ্গি বিদেশি।
আজো তোমায় দেখি
অনুভব করি হৃদয়ে,
যখন কোন ভ্রান্তির স্তূপ মাথা তোলে
তুমি আস বজ্রদন্ড হাতে, দৃপ্তকন্ঠে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন