লেবেল

বুধবার, ২৩ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -৪৭।। বহ্নি শিখা।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 





দুঃসময়ের কবিতা -৪৭

বহ্নি শিখা 



বিষাক্ত ছোবল


এখন সময় অবাধ্য রাত,গভীর ভীষণ  অন্ধকার,

নিরব নিস্তব্ধ অথচ সে কি ভয়ানক তোলপাড়।

মাটির পৃথিবী জুড়ে দিশাহীন মানুষের প্রাণের আর্তনাদ।

প্রিয় মানুষ,প্রিয় দেশ প্রিয় এই পৃথিবী আকাশ বাতাস --

সবটাকে কাঁপিয়ে দিলো?ল্যাবে তৈরী ছোট্ট একটা ভাইরাস!

বিস্ময়!! সে এক ভয়ংকর  বিস্ময়।

তুমি কি শুনতে পাচ্ছো? তুমি কি দেখতে পাচ্ছো হে ঈশ্বর?

আক্রান্ত হচ্ছে সর্বস্তরের মানুষ,ডাক্তার নার্স   

মিনিস্টার, প্রেসিডেন্ট। 

ঘরে বাইরে,মাঠেঘাটে, পথে-প্রান্তরে, হাসপাতালে কর্মস্থলে---

চারদিকে মৃত্যুর মিছিল,সবখানে  লাশ শুধু  লাশ। 

বন্দুকের গুলিতেও ঝরে পড়ছে সংক্রমিত প্রান, সংক্রমন ভয়ে,

মরে গেছে সকল বিশ্বাস,মাটির বুকে আজ  জমেছে বিস্তর পাষান,

খালি হয়ে  গেছে বুক, শুকিয়ে গেছে চোখের জল, 

নিঃসীম শূন্যে ঘুরে ঘুরে ফেরে আর্তনাদ প্রকৃতির আকাশে-বাতাসে।

জাতহীন,ধর্মহীন এক কাতারে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ।

ক্রাউনে খোড়া হয় মাটি,দেয়া হয় সারি সারি গনকবর, 

প্রতিনিয়তই ভরে উঠছে মেদিনীর জঠর প্লাস্টিক মোড়ানো দেহে।

মন্ত্র পাঠ নেই,প্রার্থনা নেই দোয়া নেই, জানাজা নেই, নেই শুচি অশুচি।

কানে কানে শুধু  মৃত্যুর ফিসফিস আড়ালে বিষাক্ত ছোবল।

ভীষ্মের মতো আজ রক্তাক্ত শরশয্যায় গোটাবিশ্ব। 

তবুও আশার দোলক বাজে,অচিরেই আসবে হয়তো বিজয়ের দিন,

সাম্যবাদি মৃত্যুর প্রতীক করোনা'র হাত ধরে  গড়বে মানুষ সাম্যের ইতিহাস।









আরও পড়ুন 👇🏾👇🏾

https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_87.html






1 টি মন্তব্য: