লেবেল

শুক্রবার, ২৫ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -৪৯।। তা প স বৈ দ‍্য।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 






দুঃসময়ের কবিতা -৪৯


তা প স  বৈ দ‍্য




ডিলিটায়ন



তর্জনী বা বৃদ্ধাঙ্গুষ্ঠ মুহূর্তেই সবকিছু মুছে 

দিতে পারে। মুছে দেওয়া ও মুছে যাওয়ার

মধ‍্যে বিস্তর ফারাক থাকায় উজ্জ্বল হয়ে 

ওঠে সমগ্র দাগ-জীবনের নানান খুঁটিনাটি।

পিছন ফিরে তাকালে কত হারিয়ে যাওয়া 

সুর আবার স্বরলিপি ছেড়ে উঠে আসে।

মনে হয় অন্যের কন্ঠে আমারই নিত্যপুরাণ

শুনছি, কেউ যেন তা আমারই খেয়ালে

এক ভিন্ন যোজনায় বিধৃত করে চলেছে।



হঠাৎ অভাবে স্ক্রিন থেকে মুছে দিলেও 

মন থেকে কে মুছবে বলো? মনের অতীত থাকে, মনেরও থাকে স্মৃতি। মোছামুছির খেলা 

আসলে দাগকে আরও গাঢ় করে তোলা।









আরও  পড়ুন 👇🏾👇🏾







https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_63.html







1 টি মন্তব্য: