দুঃসময়ের কবিতা -২৮
বিকাশ চন্দ
বসুমতী
প্রতিদিন মুখ ঢেকে বুঝেছি নিজের অজ্ঞাত বাস
অন্তর আবাসে কথা সুর বুনেছে দুঃখের নামাবলী
সূর্য বোঝেনি অপেক্ষায় কুঁড়ি ফুল পাখি জীবন
শেকড়ে শিরায় বৃক্ষের মতো জড়িয়েছি শোক স্মৃতি
এমন অবিনীত শোকের প্রহরে মুখ ঢেকে সম্প্রীতি
দিব্যি দেয়ালে পাশাপাশি দুর্যোগ আর হিংসার প্রতীক।
ঘূর্ণি হাওয়ায় কেউ শোনেনি বট অশ্বত্থ বকুলের কথা
স্নান ঘাটে কতদিন ভিজেছে বেসাতি শরীরের সহস্র চোখ
সাত সমুদ্র বেঁধেছে বুক উজানি যন্ত্রণা রাতের ছেঁড়া সুখ
চর শরীরে এতো ক্ষতময় বিলাসী বারোমেসে বসন্ত পূর্ণিমা
চেনা সময়ে আকাশের রঙ মাখে নির্বিবাদে ধমনীর ক্রোধ
তর্জনী উঠেছে শূন্যে মানুষ জানে অলক্ষ্যে মৃত্যুর হিসেব।
চন্দন বিলাপ বোঝে স্রোতে ভাসে আত্মা হীন শরীর
শ্বাসের ভেতরে উপযোগী হৃদয়ের উষ্ণতা শব্দ হীন
গাছে পাতায় ফুলে পাখিদের নিরবতায় স্তব্ধ কথা কলি
সকল সুজন আশ্চর্য যৌবন বোনে পথে প্রান্তরে অনাবিল
জনপদ ছত্রখান জলের বেহাগে বিষণ্ণ কৃষক কিষাণী
ভাসে জীবন জাগে জীবন বিশ্বাসে শূন্য বুক বাঁধে বসুমতী।
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_0.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন