দুঃসময়ের কবিতা -৫২
জয়শ্রী সরকার
বিয়োগান্তক
কুরুক্ষেত্র থেকে বলছি। যেন যুদ্ধ যুদ্ধ খেলছি।
আয়ুর সাথে মৃত্যুর কত ব্যস্ত সংলাপ, কত টানাটানি।
যতদূর চোখ যায় শুধু মৃত্যুমিছিল ...
শুধুই বাতাস বিদীর্ণ করা মৃত্যুর গান ...
হায় মানবতা , কী দুঃসময় !
গঙ্গায় ভেসে চলে সারি সারি লাশ ...
শ্বেতবস্ত্র শ্বেতপুষ্প— নতনেত্রে সাদা-সাদা মন,
ক্ষনেকের নীরবতা ...
মেঘকালো থমথমে হাওয়া
হয়তোবা আরো একটা মৃত্যুমিছিলের প্রস্তুতি —
আরো একবার
আরো একবার নতনেত্রে নীরবতা
হয়তোবা আরো একবার প্রহর গোনা,
আরো একবার—
তবে কী মনমরা মনটাই আজ মৃতপ্রায় , হয়তোবা—
যাপনের মায়াটান যেন হৃৎপিণ্ডকে ফুটো করে দেয় ,
অসহনীয় যন্ত্রণায় সহ্যের লক্ষণরেখা অতিক্রম করে যাই অনন্তযাত্রায়...!
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/06/blog-post.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন