দুঃসময়ের কবিতা -৪৫
পার্থ সারথি চক্রবর্তী
ফুলকি
হিসেবের খাতায় লিখে রাখা দিনপঞ্জি
ব্রাহ্মমুহূর্তের চুলচেরা বিশ্লষণ-
নিমেষে উদ্বায়ী হয়ে যায়
মিশে যেতে থাকে ইথারে।
হাতড়ে পাওয়া খড়কুটো নিয়ে,
নতুন আস্তানা বাঁধি-
নড়বড়ে হলেও বাঁধি, বারবার বাঁধি
নৈঃশব্দ্যের জাল ছিন্ন ক'রে।
ছাইচাপা আগুনের ধোঁয়া থেকে
পুনরুদ্ধার করি লুকিয়ে থাকা ফুলকি-
জ্বালাতে চাই জীবনের প্রদীপ
বারবার জীবন দিয়ে হলেও।
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_70.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন