লেবেল

শনিবার, ১৯ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা-৪০।। সমাজ বসু।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 





দুঃসময়ের কবিতা-৪০

সমাজ বসু






 
১.
বৃত্ত

ফুলের সকাল বিকেল ফিরিয়ে দিয়ে--
পাথরের বৃত্তে এই তো বেশ,
বৃত্তের বাইরে যে যায় যাক্
প্রজাপতি উড়ুক--
কিছুতেই যাব না ফনিমনসার আবর্ত ছেড়ে
কোথাও--
বড় স্বপ্নহীন বোবা সময়ের বিচ্ছিন্ন চুপঘরে
এই তো বেশ--
নির্বাসনের একটানা এসরাজ।






২.
তুষ

ক্রমশ পুড়ছেই—
আমাদের ব্যাক্তিগত যাবতীয় শব্দমালা,
আগামী সুখের পালক অথবা প্রিয় ফসল।
এভাবেই কি এক অস্থিরতায় আজ
বিদেশী দূতাবাস থেকে শুরু করে স্বপ্নের কোরক
নিঃশব্দে পোড়ায় আগুন—
আগুন শোনে না—
হাত বাড়ায় ভালবাসা,বোধ ও স্বত্তার দিকে,
এরকমই সবকিছু পুড়িয়ে আগুন ছুটে যায়
আর এক দাহ্য বস্তুর শরীরে ক্রমশই...













আরও  পড়ুন 👇🏾👇🏾


https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_97.html



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন