রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -২২
শ্রাবণী বসু
পরম শম ও স্নান
আজ বুকের ভিতরসীমাহীন ভয়
বিশাল উপত্যকা গড়েছে ,
ভয়কে জয় করবার অভয়মন্ত্রটি
হাতড়ে বেড়াই জল,স্থল,অন্তরীক্ষে -
সর্বত্র ঘুরে ঘুরে যখন ক্লান্ত -
জানালা দিয়ে ভেসে এলো রবীন্দ্রগান,
গানের ভিতর থেকে উড়ে এলো
প্রাণের আরামের নির্ভুল স্বরলিপি।
চিত্তের শান্তিই শম।
মনের মালিন্য ধুয়ে ফেলাই পরম স্নান।বিভ্রান্ত আমি দিনান্তে -
ক্লান্ত দেহ জুড়িয়ে নিই।
সুরের সাগরে অবগাহন করে
মালিন্য মুছে ফেলি,
অনন্ত জলধারে লাভ করি পরম স্নান।
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_7.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন