শুক্রবার, ৭ মে, ২০২১

রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -২১।। স্নেহদিয়া (গৌরী)।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।






রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -২১

স্নেহদিয়া (গৌরী)



১.

রবীন্দ্রনাথ ঠাকুর



সুন্দর পৃথিবীতে তুমি এসে ছিলে তাই তো

সব অন্ধকার কেটে গিয়ে পৃথিবী আলোকিত হয় রবির কিরণে।

সাহিত্য জগতের অন্ধকার কালো মেঘ বৃষ্টি রূপে ভেসেছে।


তুমি এসে ছিলে তাই তো

গানে গানে ঝংকারের সুর বাজে।

খর বায়ু বয় বেগে/"জল পড়ে পাতা নড়ে"।

"চিত্রাঙ্গদা" ,"চন্ডালিকা".....

 চক্ষে আমার তৃষ্ণা জাগে।


তুমি এসে ছিলে তাই তো

"রক্তকরবী" ফোটে...

সখী ভাবনা কাহারে বলে,

সবই যেন মনে দাগ কাটে।

"ডাকঘর" থেকে "পোষ্ট মাষ্টার"

"ইউরোপ প্রবাসীর পত্র"

সবই যেন মন কাড়ে।


তুমি এসে ছিলে তাই তো

"ভগ্নহৃদয়" দিয়ে করেছো আপন,

"শেষলেখা"আর "শেষকথা" দিয়ে যায় ভালোবাসা বসন্ত জাগ্রত দ্বারে...।


"মালিনী" ,"সন্ধ্যা সঙ্গীত"প্রদীপ জ্বেলে তুলসী তলায়

"নৈবেদ্য" দেয়।


তুমি এসে ছিলে তাই তো

"ঠাকুরদাদা" থেকে শুরু করে

"বউঠাকুরানী হাট" 

মনে মালা গাঁথে।

জাতীয় সঙ্গীত "জন_গন_মন" আজ বাজে সারা পৃথিবী জুড়ে।

আমাদের"সোনার বাংলা" সকলের কাছে

"মৃত্যুঞ্জয়ী" হয়ে আছে।

তোমার কথা ভেবে আজ ও

বাঙালি মাথা উঁচু করে বাঁচে।





২.

২৫শে বৈশাখ



তোমার কবিতা আকাশ ঢাকা

বর্ষা মুখর মেঘের অন্ধকারে,

রোদেলা দুপুরে সোনালী ধানের

জ‍্যোৎস্না খেতের পারে।


শতবর্ষ আগে কোন এক প্রভাতে

নির্ঝরের স্বপ্নভঙ্গে তোমার প্রকাশে,

ফোটালে কসুমরাজি কাব্যের মাঝে।


হাতে লয়ে অমৃতের বাণী

জগতের যত সুখ যত প্রেম ,

যা কিছু আছে সবই বেদনাদায়ক।


শূন্যতার নদীর ওপার থেকে

ভেসে আসে তোমারই গান,

স্বর্ণাক্ষরে রয়ে গেছে তোমার লেখনীর মাঝে

প্রেমের ওই স্বাক্ষরের মান।


তোমার গানে সুরের সমুদ্র থেকে

উঠে আসে যেন মহাকাল ,

সূর্যের আলো ভরিয়ে দিয়ে

তুমি এলে পঁচিশে বৈশাখে।






আরও  পড়ুন 👇👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_15.html


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন