-----------------------------------------
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০-তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য
--------------------------------------------
রবিঠাকুর
অদিতি পণ্ডা
রবিঠাকুর,
তোমাকে জানাই সেলাম,
দেশে-বিদেশে কত...
জায়গায় রয়েছে তোমার নাম।
সবার মাঝে থেকে
ও বিশ্ব কবি তুমি...
তোমাকে পেয়ে ধন্য
হয়েছে ভারতভূমি।।
লিখেছ তুমি গান উপন্যাস
অনেক কবিতা...
লিখেছ কত প্রবন্ধ নাটক
কত গল্প-গাথা।।
আজ,
২৫ শে বৈশাখ...
তোমার জন্মদিন
আমরা ভুলব না
তোমার এই ঋণ।।
এভাবেই তোমার নাম
ছড়িয়ে পড়ুক
শহর থেকে গ্রাম ...
তোমার এই জন্মদিনে জানাই
শ্রদ্ধাঞ্জলি ও
শত কোটি প্রণাম...।।
আরও পড়ুন👇👇👇
http://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_8.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন