বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -১৮।। অমিত কাশ‍্যপ।।Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 







কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -১৮

অমিত কাশ‍্যপ





ঠাকুর ঘর


বৈকুন্ঠপুর। একান্নবর্তী পরিবার, ছিল, এখন নেই। সাতমহলা বাড়ি, ছিল, এখন নেই। আমরা ছোটরা ছুটে বেড়াতাম সবখানে। চোর-পুলিশ, কানামাছি ছিল খেলার অঙ্গ। আমরা এক-একজনকে খুঁজেই পেতাম না এক-এক দিন। আমাদের সদস্য সংখ্যা কত ছিল, কঠিন অঙ্ক।


সমস্ত ঘরে আমাদের যাতায়াত থাকলেও একটি বিশেষ ঘর বন্ধ থাকত। খোলা হত একটি দিন, এবং তার একদিন, দুদিন আগে পরিষ্কার, আলপনা, ফুল দিয়ে  সাজান হত। একটি বিশেষ ছবিতে মালা পরিয়ে ধূপ দেওয়া হত ওই বিশেষ দিনে। দিনটি পঁচিশে বৈশাখ।






আরও  পড়ুন 👇👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_6.html





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন