কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -১৭
নন্দিনী মান্না
১.
এক মুষ্টিতে বিশ্ব রবি
অফুরন্ত সৃষ্টির মাঝে,
অবিস্মরনীয় কৃষ্টি বাজে।
একার একতারার ভান্ডার,
সূর্য চাঁদের মিলিত ঝংকার।
দূরদর্শিতায় নতুনত্বের স্বভাব,
সৃষ্টিতে অমরতার প্রভাব।
এক মুষ্টিতে বিচিত্র কারুকার্যতা,
পুষ্টির উর্বরতায় সাহিত্যের মহানতা।
ক্ষণজন্মা আগমনে অবিরাম উদ্ভাবন,
বাঙালি মন পিপাসার নন্দনকানন।
নোবেলের সম্মানে সমাদর বাঙালিতে,
কবি পরিপূর্ণতায় সমাসীন বিশ্ব -রবিতে।।
২.
আত্মার কবিগুরু
প্রভাতের প্রথম সূর্যের আলো,
কবিতায় প্রকাশে আনন্দ পেলো।
দিন-রাতের চারপাশে,
লেখনি ঝরে কোন আবেশে।।
জনগনমন অধিনায়ক সংগীত,
মর্যাদার আসনে জাতীয় সংগীত।
দার্শনিক প্রজ্ঞার কতো যুক্তি,
আধ্যাত্মিকতায় মেশানো সংস্কৃতি।।
গল্প রূপের ঘটলো চলচ্চিত্রায়ন,
বাঙালির সম্মান -দ্বারের উন্মোচন।
ঝড়ের বিপর্যয়ে ছন্দ প্রকাশমান,
শান্তির বার্তায় ছন্দ হিমায়ন।।
মননে -চিন্তনে আবেশ জড়ানো,
উপলব্ধির সচেতনতায় পরশ মাখানো।
ভালো-মন্দের ভাবনা মেশানো,
সুখ-দুঃখের আবেগ ভেজানো।।
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_51.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন