বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২২তম জন্মদিন
শ্রদ্ধাঞ্জলি ও স্মরণে — শাহীন রেজা
বিদ্রোহী ভৃগু
বাতায়ন পাশে গুবাক তরু নেই
নেই সারি সারি প্রেমঅভিসারী
জোনাক বৃক্ষ–
শুধু মেঘের চিবুক বেয়ে নেমে আসা
একদল ভালোবাসা, নদী হয়ে
মিশে গেছে বুকের ভাঁজে।
প্রমীলা কোথায় থাকে,
বুলবুল কি ঘুমিয়ে এখনও,
আমাদের পানে চাহিয়া বন্ধু
আর তুমি জাগিবেনা?
এ হৃদয় মরুভূমি আজ
এই বুকে দাবানল দাহ–
আঁধার-ফসিল হয়ে সবদিন সবরাত
ক্রমাগত বিদ্রোহী ভৃগু।
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/blog-post_12.html
https://wwwankurisha.blogspot.com/2021/05/blog-post_23.html



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন