ধারাবাহিক ভ্রমণ কথা (পর্ব—১১)
পৃথিবীর উল্টো পিঠ
বিশ্বেশ্বর রায়
এখানে আসার পর স্থানীয়ভাবে এদিক ওদিক একটু মাত্র ঘোরাঘুরি হয়েছে, সবই প্রায় হার্টফোর্ড কেন্দ্রিক৷ এবার প্ল্যান হচ্ছে একটু দূরে কয়েকদিনের ভ্রমণের৷ উদ্দিষ্ট জায়গাটার নাম "অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক৷" ওই সঙ্গে আরও কিছু দ্রষ্টব্য স্থান আছে৷ তিন রাত্রি চার দিনের প্রোগ্রাম৷ খরচ ভালোই৷ আমাদের দেশের টাকার হিসেবে জনপ্রতি প্রায় ত্রিশ হাজার টাকা৷ এই খরচ শুধুমাত্র যাতায়াত এবং হোটেলে থাকা বাবদ ট্যুর কোম্পানিকে দেয়৷ এন্ট্রি ফি, ক্রুইজ, খাওয়াদাওয়া বা অন্যান্য খরচ আপনা আপনা৷ ট্যুর কোম্পানি তার দায়িত্ব নেবে না৷ মোটামুটি ঠিক হয়ে গেল আগামী ১০ তারিখ, বৃহস্পতিবার রাত্রে আমরা হার্টফোর্ড থেকে যাত্রা করবো৷ আসল ট্যুর শুরু হবে নিউইয়র্ক থেকে৷ হার্টফোর্ড থেকে নিউইয়র্কের দূরত্ব ১১০ মাইল৷ বাসে সময় লাগে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা৷ বাস ভেদে৷
তবে এই ভ্রমণের ক্ষেত্রে আবহাওয়া একটা বড় ফ্যাক্টর৷ তবে এখানকার আবহাওয়া বার্তা প্রায় পুরোপুরি মিলে যায়৷ ৭-৮ দিন আগেই সেই বার্তা Net-এর মাধ্যমে বিভিন্নভাবে পাওয়া যায়৷ সেই বার্তা অনুযায়ী ওই ৩-৪ দিন আংশিক মেঘলা থাকবে, রোদও থাকবে৷ রাতের দিকে কোনো কোনো দিন বৃষ্টি হতে পারে৷ তবে আর দেরী করা যাবে না৷ আমাদের সময় সংক্ষিপ্ত৷ সময় বাছাবাছি করতে গেলে দিন পাওয়া মুশকিল৷ কারণ, এ সময় এখানে মাঝে মাঝেই বৃষ্টি হয়৷ ফলে একটু ঝুঁকি নিয়েও বেরোতে হবে৷
সবদিক বিবেচনা করে জয়দীপ অন লাইনে টিকিট কেটে ফেললো৷ হার্টফোর্ট থেকে নিউইয়র্ক গ্রে হাউণ্ড বাসে৷ নিউইয়র্ক থেকে ট্যুর কোম্পানির সঙ্গে তাদের Go to বাসে৷
এখানে আজ প্রচণ্ড গরম সারাদিন৷ বেশ ঘামই হচ্ছিল৷ ইউ এস এ কেবল ঠাণ্ডার জায়গা নয়৷ এখানে চার-পাঁচ মাস বেশ গরম পড়ে এবং বৃষ্টিও হয় অল্পবিস্তর প্রায় প্রতিদিন৷ মেঘলা করে থাকলে গরমটা বেশি অনুভূত হয়৷ গুমোট আবহাওয়া৷
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/blog-post_12.html


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন