বুধবার, ২৬ মে, ২০২১

ধারাবাহিক ভ্রমণ কথা (পর্ব—১১)।। পৃথিবীর উল্টো পিঠ— বিশ্বেশ্বর রায় ।।Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 






ধারাবাহিক ভ্রমণ কথা  (পর্ব—১১)

পৃথিবীর উল্টো পিঠ

বিশ্বেশ্বর রায়



এখানে আসার পর স্থানীয়ভাবে এদিক ওদিক  একটু মাত্র ঘোরাঘুরি হয়েছে, সবই প্রায় হার্টফোর্ড কেন্দ্রিক৷ এবার প্ল্যান হচ্ছে একটু দূরে কয়েকদিনের ভ্রমণের৷ উদ্দিষ্ট জায়গাটার নাম "অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক৷" ওই সঙ্গে আরও কিছু দ্রষ্টব্য স্থান আছে৷ তিন রাত্রি চার দিনের প্রোগ্রাম৷ খরচ ভালোই৷ আমাদের দেশের টাকার হিসেবে জনপ্রতি প্রায় ত্রিশ হাজার টাকা৷ এই খরচ শুধুমাত্র যাতায়াত এবং হোটেলে থাকা বাবদ ট্যুর কোম্পানিকে দেয়৷ এন্ট্রি ফি, ক্রুইজ, খাওয়াদাওয়া বা অন্যান্য খরচ আপনা আপনা৷ ট্যুর কোম্পানি তার দায়িত্ব নেবে না৷ মোটামুটি ঠিক হয়ে গেল আগামী ১০ তারিখ, বৃহস্পতিবার রাত্রে আমরা হার্টফোর্ড থেকে যাত্রা করবো৷ আসল ট্যুর শুরু হবে নিউইয়র্ক থেকে৷ হার্টফোর্ড থেকে নিউইয়র্কের দূরত্ব ১১০ মাইল৷ বাসে সময় লাগে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা৷ বাস ভেদে৷

     তবে এই ভ্রমণের ক্ষেত্রে আবহাওয়া একটা বড় ফ্যাক্টর৷ তবে এখানকার আবহাওয়া বার্তা প্রায় পুরোপুরি মিলে যায়৷ ৭-৮ দিন আগেই সেই বার্তা Net-এর মাধ্যমে বিভিন্নভাবে পাওয়া যায়৷ সেই বার্তা অনুযায়ী ওই ৩-৪ দিন আংশিক মেঘলা থাকবে, রোদও থাকবে৷ রাতের দিকে কোনো কোনো দিন বৃষ্টি হতে পারে৷ তবে আর দেরী করা যাবে না৷ আমাদের সময় সংক্ষিপ্ত৷ সময় বাছাবাছি করতে গেলে দিন পাওয়া মুশকিল৷ কারণ, এ সময় এখানে মাঝে মাঝেই বৃষ্টি হয়৷ ফলে একটু ঝুঁকি নিয়েও বেরোতে হবে৷

     সবদিক বিবেচনা করে জয়দীপ অন লাইনে টিকিট কেটে ফেললো৷ হার্টফোর্ট থেকে নিউইয়র্ক গ্রে হাউণ্ড বাসে৷ নিউইয়র্ক থেকে ট্যুর কোম্পানির সঙ্গে তাদের Go to বাসে৷ 

     এখানে আজ প্রচণ্ড গরম সারাদিন৷ বেশ ঘামই হচ্ছিল৷ ইউ এস এ কেবল ঠাণ্ডার জায়গা নয়৷ এখানে চার-পাঁচ মাস বেশ গরম পড়ে এবং বৃষ্টিও হয় অল্পবিস্তর প্রায় প্রতিদিন৷ মেঘলা করে থাকলে গরমটা বেশি অনুভূত হয়৷ গুমোট আবহাওয়া৷



আরও পড়ুন 👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/05/blog-post_12.html








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন