বুধবার, ৫ মে, ২০২১

কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি-১৬ ।। শুভ্রাশ্রী মাইতি।। Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 






কবিতায়  রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি-১৬

শুভ্রাশ্রী মাইতি



১.

সৃষ্টি



ওঁকারের আশ্চর্য শব্দে নাভিকুন্ড থেকে উদাত্ত সুর উঠে আসতেই
মেঘে মেঘে আলোর মতো প্রতিফলিত হল গুঞ্জন---
‘ ধ্বনিল আহ্বান উদার গম্ভীর...'
বীজের মতো অঙ্কুরিত হলাম নতুন ভোর-জানালায়...
‘আলোকের ঝর্ণাধারায়' স্নেহ শিকড় চারিয়ে গেল মাটির অন্তরে অন্তরে।
দুলে উঠলাম মধু বাতাসে, 
দুটি পাতা একটি কুঁড়ির নরম গাছ হয়ে...
তারপর জল-মাটির আশ্চর্য স্নেহসুধায় 
আমার অঙ্গে অঙ্গে ফুল আর ফলের বিচিত্র সম্ভার...
নিবেদনের অপূর্ব মুদ্রায় দেবতার চরণে অশ্রুবিন্দু হয়ে ঝরে পড়তেই
পাখিরা গেয়ে উঠল সন্ধ্যাসংগীতের মূর্চ্ছনায় ---
‘ আরো প্রেমে, আরো প্রেমে...'





২.
ঠাকুর...অনন্তের...



বৈশাখের আনন্দ কলতানে তোমাকে নিবিড় করে পাই না সেভাবে
যেভাবে পাই, বেদনের ঘনঘোর বর্ষার নিভে আসা আলোয়
মার মালাদোলানো ছবির সামনে দাঁড়ালে...

তখন দুরন্ত কর্কট মহানন্দে তার আশ৫গ্রাসী শিকড় চারিয়েছে
মার বুক থেকে মস্তিষ্কের স্নায়ুতে স্নায়ুতে...
হাসপাতালে যাওয়ার আগে শেষবার তোমার ছবির সামনে বসে
আমার উদভ্রান্ত মা নীচু গলায় গেয়ে উঠলেন,
“ আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে..."
অক্ষর শ্রাবণ তখন আশ্চর্য আকুলতায় ভিজিয়ে দিচ্ছে ঘরের প্রতিটি কোণা
মার বিষণ্ন মুখে যন্ত্রণাভাঙা মগ্নমেদুর আলো,
প্রশান্তির, পূর্ণতার, সুন্দরের...
সেই থেকে তুমি শুধু কবিমাত্র নও আর জানি
ঠাকুর, জীবনের, আনন্দের, অনন্তের...






আরও  পড়ুন 👇👇👇

https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_16.html





1 টি মন্তব্য: