বুধবার, ৫ মে, ২০২১

আজ প্রকাশিত হল।। কার্ল মার্কসের জন্মদিনে অঙ্কুরীশা -র শ্রদ্ধাঞ্জলি।। নিবেদনে - আরণ্যক বসু।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 









আজ কার্ল মার্কসের জন্মদিনে 

অঙ্কুরীশা -র শ্রদ্ধাঞ্জলি 

  নিবেদনে - আরণ্যক বসু





এসো কমরেড,চায়ের দোকানে বসি


 

আমার বুকের নতুন চেতনালোকে,

মুখে কুলুপের প্রশ্নই আনছি না ;

যে ভাঙাভাঙিতে ক্ষতবিক্ষত হয়েছি,

চৌষট্টির পার্টি ভাগ মানছি না।


এবারে প্রথমে ভুরুগুলো সোজা হোক,

কতকাল ধরে অনড় রথের রশি !

তাচ্ছিল‍্যকে বহু দূরে ছুঁড়ে দিয়ে,

এসো কমরেড, চায়ের দোকানে বসি।


সব বন্ধুরা একসাথে মিলে গেলে, 

আমাদের প্রতি বাড়তো সহানুভূতি ;

নেতাদের দাদাগিরিতে পড়তো জঙ,

কবে উবে যেতো তাত্ত্বিক খুঁতখুঁতি।


আজ থেকে ফের শুরু হোক পথ চলা,

 সাম‍্যবাদের কোনো থেমে যাওয়া নেই ; 

জানি,অভিমানে যে এখন সরে গেছে,

বাঁচার স্লোগান তৈরি করেছে সে-ই।


কার হাত ধরে বাঁচবেই ভেবেছিলে?

তোমার বন্ধু ? সত‍্যিকারের প্রীতি?

তেলে আর জলে মিলেমিশে চিরদিন?

কেন ভুলে গেলে দুঃস্বপ্নের স্মৃতি?


আর কতকাল চুরমার হয়ে থাকবো?

আমাদের হাতে লাল নিশান কি ফিকে?

মানুষের থেকে কেন দূরে সরে গেলাম?

আলো , জোছনার গুহামুখ কোনদিকে?





আরও  পড়ুন 👇👇👇



https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in.html




1 টি মন্তব্য: