আজকের অণু কবিতার আড্ডায়
দেবাশীষ মুখোপাধ্যায়
১.
আগুনের শিখায় অস্থিচর্মসার দেহটা
মিলিয়ে যাচ্ছে সব দুঃখের সিন্দুক
প্রিয়জনের মতো আদরে আদরে
অগ্নি বলয় পরম মমতায় আগলে বসে
যেতে হয় জেনেও শেষ অশ্রুবিন্দু পড়ে
বাঁচার সবুজ সব অভিজ্ঞতা মাখা
২.
পথের অপেক্ষায় জীবন রেখা
সীমানা ছুঁতে চাওয়া হয়নি
সব তো চাওয়া হয় না
পাওয়ারা তখন অদৃশ্য রূপকথা
তোমার চোখের বিদ্যুৎ
এখন বুকে মহাকাব্যের উপকরণ
৩.
মাধবীলতার দোলায় তুমি এলে
শাড়ির সৌজন্যে বিভাজিকার আলপনা
রাতের তারারা তোমার শরীর গায়
রিরংসার কথাকলি ফণা উঁচিয়ে
বেজে ওঠে সামগান দুই হৃদয় জুড়ে
ভেজে রাত আজ পিপাসার শিশিরে
অণু কবিতার আড্ডায় আসুন। নিয়মিত নতুন নতুন আড্ডায় অণু কবিতা পাঠান।
ankurishapatrika@gmail. Com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন