প্রয়াত কবি শঙ্খ ঘোষ স্মরণে দুটি কবিতা
অশোককুমার লাটুয়া
১.
শিরোস্ত্রাণ ছাড়াই...
যত যুদ্ধই থাক যতবার মৃত্যু থাক
কথা দিচ্ছি — ফিরে আসবো বারবার
শিরোস্ত্রাণ ছাড়াই শুধু শিরদাঁড়ায়
তোমার কাছে কবিতার।
২.
স্মৃতির ফ্লাস্কে জমেছে উষ্ণতা
নিষ্ঠুর সময়ে মৃত্যুর কাছাকাছি বেঁচে আছি মরতেই। ভালোবাসার আলপিন গিলে রক্তাক্ত
দেখেছি কৃষ্ণচূড়াকে ঝরতেই।
স্মৃতির ফ্লাস্কে জমেছে উষ্ণতা
বুকের বাঁদিকে শূন্যতা।
সূর্যপোড়া বৈশাখ প্রিয়জনদের
ডেকে নিয়ে যাচ্ছে দুচোখে বাঁধভাঙা বৃষ্টির নোনতায়।
নিরুদ্দেশ থেকে তারা আর ফিরবে না জানি।
কিন্তু কবিতার গর্ভের ভিতরে তারা রেখে গেছে যে ভ্রূণ
চিরদিন
শঙ্খ হয়ে তা বাজবেই। মৃত্যুর ঈশ্বর কবিদের মেরে ফেলতে পারেনা কিছুতেই। কবি আর কলম শুয়ে থাকে নিশ্চিন্তে
কলরব থেকে নির্জনেই।
চোখের অন্ধকার সাময়িক
সবকিছু শেষ নয় চিতাতেই।
স্মৃতির ফ্লাস্কে জমে আছে অপূর্ব উষ্ণতা
জীবনটা জুড়োতেই।
আরও পড়ুন👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_11.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন