রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -১২
অজিত বাইরী
১.
নিবেদিত কবিতা
তুমি যেন অফুরান আলোর উৎস
অন্ধকারকে রেখেছ আড়াল করে।
কোন্ দূর-দূরান্ত থেকে আলো ফেল রোজ
আমাদের এই আটপৌরে জীবনে।
চক্ষে দেখি না তো, তবু প্রতিদিন
তোমার উপস্থিতি টের পাই, যখন
চারপাশে বেনোজলের মতো ধেয়ে আসে বিপন্নতা;
যখন দুঃখ-শোকে ভারাক্রান্ত,মুহ্যমান;
তখনই তোমার মুখ জ্বলে ওঠে উজ্জ্বল বর্ণে।
বুঝতে পারি, তুমি সেই আলোর উৎস
যার সতত উদ্ভাস আছে, বিনাস নেই।
২.
এখানে আকাশ
এখানে আদিগন্ত বিস্তৃত আকাশ;
আকাশে অপলক চোখ রেখে
দিনমান পাঠ নিই আকাশগ্রন্থের।
কখনও-সখনও একটি দুটি পাখি
আসা-যাওয়া করে জানলার ওপারে,
গরাদের ভেতর থেকে দৃষ্টি অনুসরণ করে
অনন্তের মাঝখানে উড্ডীন পাখির।
সন্ধ্যা নামে, এসে বসি বারান্দায়;
তারাদের সঙ্গে কথা হয়,
যতক্ষণ ঘুম না আসে।
এত তারা-ভরা আকাশ দেখিনি আগে।
ওই তারাদের ভিড়ে তুমিও কী
আছো কোথাও, প্রাণের রবীন্দ্রনাথ?
প্রতিপ্রাতের তর্পণ তোমারই জন্য;
তোমাকেই নিবেদিত প্রতিসন্ধ্যার আরতি।
আরও পড়ুন👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/blog-post.html


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন