এই সময়ের কবিতা
চুরাশি লক্ষ পর্যটনের উৎসব
বাবলু গিরি
জীবনের পর্যটন উৎসবে,চুরাশি লক্ষ ভ্রমনে •••
বুঝেছি কি ভয়ংকর সব সুর ভেজেছ
রক্তের ছড়া দিয়েছো,
অন্য হাতে তুলসীতলায় প্রদীপ জ্বালিয়েছ।
একই বাতাস গরম শীতল,ভারতবর্ষে ও আমেরিকায়
শুধু এখানে মন্দির নামের চূড়া আর ওখানে গীর্জার চূড়া
প্রতিদিন যেমন শকুন পবিত্র মৃত শরীর দর্শন করে শান্তি পায়।
আর নধর জীবন্ত নীল গাই দেখে ব্যঘ্র।
এইসব রাস্তা ঘর বাড়ি ধানক্ষেত যজ্ঞভূমি
সবিছুই আমি সাজিয়েছি
আর তোমরা উৎসবে মেতেছ,
রাতভর উল্লাসে আকন্ঠ মদ্যপানে রমণী ঘেঁটেছ
এখনো আমি শস্ত্রধারী পরশুরাম, বজ্ররূপী মিশাইল, জেগে আছি, রক্তছড়া দেবো বলে।
আমি সেইখানে পরাজিত
তোমরা আমায় বিনাদোষে অপরাধী সাজিয়েছ
যাত্রা করো, চুরাশি লক্ষ ভ্রমনের যাত্রা-
অস্ত বেলায় এই রক্তিম উৎসবের আয়োজন
পুষ্প চন্দনে সাজিয়ে রেখেছ প্রতিমা আমার
এইবার শুরু হবে আগুনের উৎসব
যেমন করে মাটির হাঁড়িতে অন্ন নাচতে থাকে উছলে উছলে মাটির ভাতের গন্ধে -
কেঁদে ওঠে ক্ষুধার্ত সন্তান,
এইবার শুরু হবে রাত্রির উৎসব
সেজে উঠবে বেশ্যাখানা,শুঁড়িখানা, বাগানবাড়ি
আমার ফুল চন্দনের প্রতিমা-
অগুনের উৎসবে ধেই ধেই নাচবে
চোখ জ্বলবে,ঠোঁট জ্বলবে দাউ দাউ
সারা অঙ্গ জ্বলজ্বলে হয়ে উঠবে, আগুন মেখে
ধ্যানস্থ হবো, রূপ, জন্মদন্ড পুড়ছে, যুদ্ধ পুড়ছে
সভ্যতা পুড়ছে, যোনির গর্ভ থেকে চড় চড় লেলিহান আগুন ছুটে বেরিয়ে আসছে।
আবার যাত্রা হলো শুরু -
চুরাশি লক্ষ জীবনের পর্যটন।
চুরাশি লক্ষ উৎসবের আয়োজন।
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_86.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন