কবিতায় রবি স্মরণ
তৈমুর খান এর দুটি কবিতা
কাগজের জাহাজ
এক একটা কাগজের জাহাজ তৈরি করে উড়িয়ে দিচ্ছি
সবগুলোই শান্তির জাহাজ
সারা পৃথিবীময় বোমা ফেলছে যুদ্ধের সৈনিকেরা
তাদের সামনে গিয়ে আমার শান্তিসেনারা দাঁড়াক
ভেজা বালিতে শুধু রক্ত
কতদিন শিশির পড়া দেখিনি
আনন্দসংবাদের পাখি ভোর ভোর ডাকেনি
জুঁই ফুল ফুটে উঠে বলেনি ‘সাবাস সূর্য!’
আমলকী বন কেঁপে ওঠেনি আর…
রবীন্দ্রনাথের স্ট্যাচুর কাছে দাঁড়িয়ে
শান্তিসেনারা আজ ঘোষণা করুক :
আমরা সবাই জীবিত!
২.
ক্রিয়ালোপী
ভাবনার ঘরে নতুন পরান খোয়া গেলে
কে আর লিখবে মেঘদূত ?
সামান্য জ্বরের ঘোরে পুড়বে বিকেল
বৈষ্ণবের সেই চন্দ্রাবলী
রাধাবল্লভির দোকান ঘুরে যাবে।
অনন্ত ছাতিম পাতায়
প্রথম রবীন্দ্রনাথ আবিষ্কার হলেন
আর ট্রেন ছেড়ে গেল
দ্রাবিড় পুরুষের গানে
মুক্ত শুধু একটা কচ্ছপ উড়ছে
উড়তে উড়তে মিলিয়ে যাচ্ছে
শূন্যের গগনে।
---------------- ---------------- ---------------- ----------------
কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে কবিতায় কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হবে।তাই আপনি এই বিভাগে দুটি মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠিয়েদিন। 👇👇👇👇👇👇👇
ankurishapatrika@gmail.com
----------------- ---------------- ---------------- ----------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন