এই সময়ের কবিতা
অজয় দেবনাথ
১.
শাওন-ভাদো
প্রত্নযুগের হদিস মেলে চোখের গভীরে ডুবে
দুষ্টু হাসির দোলনা হাওয়ায় দক্ষিণে না পুবে?
সাগর ডাকে একটি দিকে অপর দিকে পাহাড়
মোহনা চিনে ছুটছে নদী লক্ষণ নেই থামার।
চোখ মেলতে আরশিনগর সুখের ছেঁড়া ছবি
মনের কোণায় শ্রাবণধারা শরৎ-মেঘে রবি।
২.
টান
কালগ্রস্ত শাপ করেছে বিবশ
নিয়ন্ত্রণহীন স্রোতে বুদবুদ…
ভেসে উঠে নীরবে হারায়।
তুমিও কেমন যেন!
কিছু বলেও বলো না
বেড়ে গেলে দূরত্ব নিশ্চুপ
স্মৃতি কি স্মৃতিকে ছুঁতে চায়?
বিপন্নতা শেষের বিরতি
বিয়োগব্যথা, যুদ্ধের রেশ…
শিকড়ে আটকে তবু কিছু…
সুপ্ত বাসনায় ওড়ে শিমুলের বীজ
অনন্তের প্রতীক্ষায় ভূমিও আকুল…
৩.
ভেক
কেদারনাথ তুমিও!
হিংসার হাজার হাতছানিতেও
আমি যে প্রেম ছাড়ব না।
পুরাণে শুনেছি
চেলাচামুণ্ডা নিয়ে দিবারাত্র
চুর হয়ে থাকতে
দুঃসহ গরলেও তাই নীলকণ্ঠ।
যুগ বদলেছে, বদলেছে দিনকাল
রংয়ের ব্যবহারও।
ত্যাগের চাদরে ঢাকা নৈবেদ্য,
মৌনতার আড়ালে মুখরতা।
নিতান্তই একচোখো তুমি
নইলে স্ত্রী বর্তমানে মধুরা...
ছি কেদারনাথ, শেষে তুমিও!
মহাপ্রলয়ের তুমি না নটরাজ?
---------------- ---------------- ---------------- ----------------
আমাদের প্রাণের ঠাকুর রবী ঠাকুর।তাঁকে নিয়ে সারা বৈশাখ মাস জুড়ে অঙ্কুরীশা পত্রিকায় কবিতা, গল্প,প্রবন্ধ প্রকাশিত হবে।আপনারা এই বিভাগে মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠান।
লেখা পাঠান 👇👇
ankurishapatrika@gmail.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন