মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

এই মাসের কবিতা। তামস চক্রবর্তী।। Ankurisha ।। E.Magazine।।Bengali Poem in literature ।।

 


এই মাসের কবিতা 


তামস চক্রবর্তী 



১.

আত্মবোধ 


পাহাড়টা সরছে না

সরে আসছো না তুমিও

 স্থির পথে,ফেনপুঞ্জ আকাশ
পা ছুঁয়ে প্রনাম জানিয়ে শুয়ে থাকে
রেশম গুটির বিছানায়। 
পাতার শিশিরে ভেজে অহল্যা প্রত্যাশা। 

আঙুলের ছোঁয়া মেখে কপালের টিপ
নক্ষত্রের আলোয়ানে ঢেকে রাখে নৈবৃত্তিক ছায়া।
স্বপ্ন চুরি হয় খেয়ালি নৌকায়।

গামছায় সুর বেঁধে বাড়ী ফেরে অভুক্ত বালক
দিন যাপনের গানে ছিঁড়ে আনা তানপুরা তার
নিশ্চুপ বিদ্রুপ করে তোমাকে ,আমাকে।
নদী পেরোনো  ভয় হয়, সাঁতার জানি না,
দুর্গম পাহাড়ে হাঁটতে পারি অবিরত
যদিও মৃত্যু আমার কাছে অসহ্য। 




  
২.
ঢেউ

নদীকে মেলাতে পারি না মোহনার সাথে
উচ্ছ্বল স্রোত থামে শান্ত স্নিগ্ধতায় 
ঢেউ গোনে উতলা বাতাস
 নদী নারী হয় সৃজনতায়।

সৃষ্টি-স্থিতি-লয় একদেহে অনিবার
অনুকল্পে গাথা মৃত্যু হীন অসীম প্রবাহ।

স্থির আমি ,দিব্যজ্ঞানে চক্ষুষ্মান তুমি
অবিরার স্তনদুগ্ধে লালিত শষ্যক্ষেত।
দুর্বৃত্তের  পদচিহ্ন অভিশাপ এঁকে রাখে বিবস্ত্র সন্ধ্যায়।




আরও পড়ুন👇👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_22.html





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন