এই সময়ের কবিতা
তুলসীদাস মাইতি
১.
চাই সম্পূর্ণ আকাশ
ভাঙাচোরা আকাশ।
যে পথে বর্ষার জল আসে সেখানে শস্যহীন তৃষ্ণার্ত মাটি টুকরো টুকরো হয়ে আছে।
বৃদ্ধ মেঘ যখন ছায়া ফেলে গৃহস্থের চৌকাঠে,তখনো এক একজন্ম ভয় ঘুরে বেড়ায় জীবনের আশেপাশে।
চুল্লির তাপেই চুলো নেভে। ক্লান্ত দিগন্তে তবু রোজ সোনাবৃষ্টি হয়। গোধূলি নদীতে আলোর খেলা।
সেই আলোতেই অপেক্ষা কুড়িয়ে নেয় হাভাতে সন্তান।
যেদিন প্রহর পেরিয়ে সম্ভাবনার ঘুম নামে- দানাবীজের নিঃশব্দ অন্তরে, তখনই মাটিতে হেঁটে যায় নি:সঙ্গ বলদ। তিল ক্ষেত-ধান ক্ষেতের বিরুৎ-লতায় শুরু হয় উৎসবের গান।
গাঁ দেশের রাতগুলি এভাবেই নিশ্চিন্তে থাকে।
সন্তানদের তার ‘দুধে ভাতে’ রাখার প্রার্থনায়।
অন্নদার কাছে সোনার সেউতি নয়, সে বৃষ্টি চায়-বৃষ্টি মেঘ। আর চায় ভাঙাচোরা নয়; এক সম্পুর্ন আকাশ।
২.
রেফারির অবৈধ বাঁশি
আজকাল শোনা যায় ম্যচের আগেই জয়ের বাঁশি বাজে।
এক গ্যালারি করতালি কোলাহলের আনন্দে যখন মেতে ওঠে, তার আগেই সুগভীর কোনো ছায়ায় বসে রেফারি মেপে নেয় প্রাপ্ত গণিত, হিসাবশাস্ত্রের ছাত্রটির মত।
এই আপাত অবসরে হাততালি আর রেফারির বাঁশির মাঝে গড়ে ওঠে একটা অদৃশ্য দেওয়াল।
ভয় হয় একদিন সব মাঠ যদি এই অবৈধ খেলায় ডুবে যায়, হাততালির অবাধ্য হাতগুলি তখনো থাকবে জেগে!
সেদিন এই দেওয়াল পোড়াতে হানা দেবে অবিশ্বাসী আগুন। মাটিও পুড়ে যাবে তাপে। ভয়ের শরীরে ভঙ্গুর হবে, আগামীর আনাচ কানাচ। ভেঙে যাবে সব মাঠ।
হয়তো অবুঝ হাতেদের কলরবে পুড়ে যাবে রেফারির বাঁশিটিও।
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_21.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন