বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

ভালোবাসার গল্প ।। ফটিক চৌধুরী ।Ankurisha।E.Magazine।।Bengali Poem in literature ।।

 





ভালোবাসার  গল্প 

ফটিক চৌধুরী 


১.

বুদ্ধি



আসলে আমি জানতেই পারিনি রমার পেটে পেটে এত বুদ্ধি ! ওকে সাধারণ মেয়েই জানতাম। সাদামাটা চেহারার মেয়ে, কী করে ওর বিয়ে থা দেব, এ নিয়ে দুশ্চিন্তা তো ছিলই।
রমা আমাদের ভাইঝি। দাদা-বৌদি হঠাৎ দুর্ঘটনায় মারা যাবার পর তাঁদের একমাত্র সন্তানকে মানুষ করার দায়িত্ব ছিল আমাদের। আমি তো বাড়িতে টিউটোরিয়াল খুলে এত ব্যস্ত হয়ে পড়ি যে ওর মনের খবরই রাখতে পারিনি।
-- কাকু, আমি তোমার প্রিয় ছাত্র রনো কে বিয়ে করতে চাই, তোমার কি আপত্তি আছে ?
কে যেন সপাটে আমার গালে চড় মারল।
-- মানে? রনো তোকে বিয়ে করবে কেন ? তাছাড়া ও তো  ডবল্যু বি সি এস দিয়েছে। আগে চাকরি পাক।
-- আজই রেজাল্ট বেরিয়েছে। 'এ' গ্রুপে ভালো র্্যাঙ্ক ।
-- তোর পেটে পেটে এত বুদ্ধি, জানতেই পারিনি।
-- জানো কাকু ! প্রেম এভাবেই আসে। তারজন্য বুদ্ধি লাগে না। তুমি প্রফেশনাল শিক্ষক, কাগুজে বুদ্ধিটাই দেখো। এর বাইরেও যে অন্যরকম বুদ্ধি আছে, তা জানবে কি করে ?







২.
সুবেশার আহ্বান


করোনা-আবহে কলেজ না খুললেও সরস্বতী পুজো হল। অনেকদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা। সবাই যেন এই অক্সিজেনটুকু চাইছিল। প্রথমে একটু দ্বিধা, তারপর বাঁধ ভেঙে গেল সবার। পুজোর পর সবাই নাচগান শুরু করল, শেষ হল অন্তক্ষরী দিয়ে।
সুবেশা শুধু সুন্দরীই নয়, সুগায়িকাও। সবার প্রশংসা পেল, একজন বাদে। সে আহ্বান। সাধারণ থাকে কিন্তু অসাধারণ মেধা। আহ্বানকে ভালো লাগে সে কারণেই। ওর কাছ থেকে প্রশংসা তাই প্রত্যাশিত ছিল। কিছুটা মনখারাপ নিয়ে বাড়ি ফিরল সুবেশা। ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙল মোবাইলের রিংটোনে। অজানা নাম্বার, ধরবে কি না ভাবতে ভাবতে ধরেই ফেলল সুবেশা।
-- হ্যাঁ, কে বলছেন?
-- আমি আহ্বান।
-- ওহ্
-- তোমাকে সুন্দরীই জানতাম।এত ভালো গান গাও, জানতাম না।
-- সকলেই তো প্রশংসা করল, তুমি বাদে।
-- আসলে গানে এমন বিহ্বল হয়ে গেছিলাম! তোমার এক বন্ধুর কাছে নাম্বার নিয়ে ভাবলাম, আমার অনুভূতিটা না জানালে খারাপ দেখায়।
-- তাই বুঝি! তা অনুভূতিটা কীরকম শুনি !
-- ভালোলাগার, ভালোবাসার। তোমাকে আমার ভালো লাগে।
লজ্জার মাথা খেয়ে সুবেশা বলেই বসলো
-- আমারও।
-- আমি তোমাকে সত্যিই ভালবাসি।
-- মি, টু।







আরও  পড়ুন । আরও  মতামত  জানান  । আরও  লাইক করুন । 👇👇👇👇👇👇

নিচের  লিঙ্ক  ক্লিক  করে পড়ুন
https://wwwankurisha.blogspot.com/2021/02/ankurisha-emagazine-bengali-poem-in_16.html








আপনিও  এই বিভাগে মৌলিক  ও  অপ্রকাশিত  লেখা  পাঠান।। 
ankurishapatrika@gmail. com




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন