এই সময়ের গুচ্ছ কবিতা
তাপস বৈদ্য
১.
মাইলেজ
হঠাৎ বিকেলে তোমার সাথে দেখা। পাতাঝরা
শীত আর মদরঙা সূর্যাস্ত তোমার আভরণ হয়ে
আমার থেকে দূরত্ব বাড়িয়ে নেয় বিলকুল।
দূরত্ব বরাবরই অভিমানকে রানী করে রাখায়
তোমার কথা ভাবলেই একটা অবাধ্য মাইলেজ তুমি-ভাবে কেমন যেন মায়াকর্ষণে ডাকে...।
২.
হেলমেট
হেলমেট খুলে দেখি আমার আগে বা পরে কেউ ছিল না, এখনও নেই। শুধু কলকে-হলুদ রঙের কিছু স্মৃতি-বিস্মৃতি বক্ষসম্পদ হয়ে রয়ে গেছে।
রক্ষাবলয় থেকে সুদূরে তাকালে তোমাকে প্রায়ই মরীচিকা মনে হয় বলে আমি তোমার মধ্যেই নিজের গোপনে মরুদ্যান রচনা করি।
৩.
ডিপার
তোমার বুক-পকেটে আমাকে ভরে নিয়ে তুমি
আমারই বাইকে সুচিত্রা সেন হয়ে পথ শেষ
না-হওয়ার শপথ নাও। অথচ কি আশ্চর্য দেখো
সূর্যাস্ত থেকে লালাভ বিকেল নেমে এলে তুমি
সন্ধ্যা নামের মেয়েটির মধ্যে হারিয়ে যাও।
আমি ডিপারে বারবার আঙুল চাপতে থাকি, ঝলসে ওঠা চমকানো আলোয় প্রিয় কবিতার
পঙক্তিমালায় তোমাকে খুজে পাই না আর।
৪.
লুকিং গ্লাস
লুকিং গ্লাসে তোমার চলে যাওয়া দেখতে গিয়ে
আমার বাইক স্মৃতিসরণিতে হারিয়ে যায়...।
সবারই হারানো আয়না থাকে বুকের খোপে,
মুছে যাওয়ার মুখোমুখি হতে গিয়ে দেখি
স্মৃতি মানেই তোমার খোঁপায় কিছু হলুদগুচ্ছ ও ঠোঁটে কিছু না-বলা কথার নীরব সময়...।
৫.
হর্ন
কেন জানি না তোমার পথেই আমার নিয়তি বাঁধা। তাই যতই হর্ন দিই তোমাকে সরানো যায় না। চালিকাশক্তির সঙ্গে বাইকেরও কি মন থাকে? এই প্রশ্নের সমাধান সম্ভব তখনই যদি তুমি আমার বাইক-শব্দে হলুদ স্মৃতিতে জাগো।
আরও পড়ুন 👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/02/ankurisha-emagazine-bengali-poem-in_25.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন