শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১

নববর্ষের গুচ্ছকবিতা ।। রঞ্জন ভট্টাচার্য ।।

 




নববর্ষের গুচ্ছকবিতা   

রঞ্জন ভট্টাচার্য 


১.

প্রদীপের আড়ালে 



দীপ তো জ্বলে বছরে একবার 

মনের প্রদীপ জ্বলে কই

এখনো সেই অন্ধকারেই 

শুধু, শুধুই চেয়ে রই  ।

কত আরম্ভর কত আয়োজন 

বিলাসিতার শেষ কই 

দীপের আড়ালে এখনো আমরা 

প্রদীপ জ্বললো কোই !

প্রতারণা প্রস্তাবনা চারদিকে আনাগোনা 

নিভিয়ে দীপের আলো 

এমনি করেই ভাবনা গুলো 

ছড়ায় মনে কালো ।

শত দীপের মাঝেও যদিও 

একটি দীপ জ্বলে

সমাজটা জ্বলবেনা আর 

অজ্ঞতার অনলে।


২.

নক্ষত্র পতন


কত তারকা আসে 

নক্ষত্রলোক থেকে 

আবার বিলীন হয়ে অন্য কোন লোক 

রেখে যাওয়া স্মৃতি অবিস্মরণীয় হয়ে থাকে 

হৃদয় হৃদয় ...

তাঁর সংলাপ কথা চারিত্রিক দৃঢ়তা একাগ্রতা 

দোলা দেয় মনে প্রাণে অন্তরে 

যেন এক গগনচুম্বী নির্মাণ ।

বহু নক্ষত্রের সংগৃহীত রূপ রূপময়তা দিয়েছে

এক অরূপ রতন ,

সেখানেই মান্যতা 

সেখানেই মিলন প্রাণের কথন 

আর এখানেই বাঙ্গালীত্বের বাঁধন।


৩.

একই সাথে



এ কেমন বাণী তোমার 

চাষী সত্ত্বা কই ?

ভাঙছে কোমর চাষী ভাইয়ের 

আমি তো চাষী নই !


দিকে দিকে দিচ্ছে আওয়াজ 

বাঁচাও চাষী প্রেমের জোয়ার 

ধান কাটো ভাই কাটো চাষা 

উঠলো জেগে হৃদয়ে ফোয়ার ।


কাস্তে হাতে কোদাল কাঁধে

লাঙ্গল জোড়া বাঁধব মাঠে 

পায়ে পায়ে ছন্দ মেলে 

নামবো সবাই পথে ঘাটে ।


এখন থেকেই শুরু হলো 

নাইরে ভয় চলতে পথে 

ওই দেখা যায় জয়রথ 

চলতে হবে একই সাথে।


৪.

বাসা


নিত্য নতুন ছন্দে আসে 

শীতের মহাজন' 

এবার এলো মসলা নিয়ে 

করোনা কাঞ্চন ।


রাত পোহালেই শিশির ভেজা 

শিউলি ফুলে পা

রাখাল ভায়া বলছে যেন 

মাঠের দিকে যা । 


আলের মাঝে চলতে গিয়ে 

হোঁচট খেয়ে ফিরি

কলা পাতার বাতাস খেয়ে 

লাগছে যে সুরসুরি।


নিত্য নতুন ফুলের মাঝে 

নতুন ফুলের আশা

তাইতো প্রতি ভোরেই আমি

মাঠেই বাঁধি বাসা।


-----------------------------------------------------------------

 আপনিও  মৌলিক অপ্রকাশিত লেখা পাঠান। 

মতামত জানান। 

ankurishapatrika@gmai.. com

----------------------------------------------------------------                





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন