তিনটি কবিতা
পার্থ সারথি চক্রবর্তী
এক
কাটাকুটি করে পুরো খাতাটাই শেষ হয়ে গেল
ক্যালকুলাসের চ্যাপ্টার নাড়াচাড়া করে চলছি
দিনের পর দিন।
ইন্টিগ্রাল মেথড তো কবে ভুলে গেছি,
শুধুই ডিফারেন্সিয়েশন করে যাচ্ছি
দিনের পর দিন।
শুধু কি আমি !
আমি, তুমি, আমরা, তোমরা সবাই
দিনের পর দিন।
দুই
আপেল পড়ার পর্যবেক্ষণ থেকে
অভিকর্য বুঝেছিলেন নিউটন।
কিন্তু ভালোবাসা খসে পড়া দেখেন নি,
বিশ্বাসের পতনকে বিশ্লষণ করেন নি;
তাই আজো এদের পড়তে দেখি
কোন সূত্র ছাড়াই,
কারণে, অকারণে বা ভুল কারণে,
যদিও মাটি অবধি পৌছয় না
কখনোই।
তিন
জীবনের প্রতিটি পদে যেন মেকানিক্স।
দম দেওয়া ঘড়ির মতো ছুটে চলেছে
জীবন, যাপন!
মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে মুখ ক'রে
তাকিয়ে থাকে!
পিথাগোরাসের সূত্র মেনে শরীরকে ভাসাই
অতল গহ্বরে।
সূত্র দিয়ে তারপরও জীবনকে বাঁধা যাচ্ছে না,
সবসময়, নিরলস।
-----------------------------------------------------------------
অঙ্কুরীশা-র পাতায় ক্লিক করুন 👆👉👇👍
https://wwwankurisha.blogspot.com/2020/12/blog-post_7.html
----------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন