গুচ্ছ কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
১.
সিকান্দার মুকান্দার
আমার সামনে ছিল অনন্ত বিস্ময়
আমার সামনে ছিল দিগ্বিজয়ের আহ্বান
আমি ভেবেছিলাম পাহাড় মাটি একাকার করে দেবো,আমি ভেবেছিলাম মানুষের জন্য
প্রকৃত স্বাধীনতা এনে দেবো
আজ এতদিন বাদে এসে মনে হচ্ছে এই কি মানবাধিকার, খায় না মাথায় মাখে
চুরি করে চোর বহালতবিয়তে ঘুরে বেড়ায়
ধরা পড়ে না
চরিত্রহীনের স্বদেশ সাধনা মিথ্যা
ঈশ্বর সাধনা ভুল
এসব অখণ্ড সংহিতাতেই রয়ে গেছে
ছেলে বেলার বন্ধু পবন বললো
রাজনৈতিক ছায়া, সে যে কোনো দলই হোক
লাল নীল সাদা
আর পকেটে টাকা থাকলেই সিকান্দার
আমি ভাবছি কথাটা কি সত্যি
মনে মনে বলি মিথ্যে, মিথ্যে হোক একথা...
২.
মুক্তি
এর চেয়ে মুক্তি ভালো
এর চেয়ে মৃত্যু ভালো, হাসির বদলে প্রায় নি:শব্দ
হাহাকার ,কেন তবু ঘুরে ঘুরে
তুমি আসো মিথ্যে জীবন ভস্ম জীবন দেখতে
কী বিশাল তার ছায়া
কিছু দূর হেঁটে গিয়ে ফিরে আসি
আমারো কি ত্রুটি ছিল?
একলা আবিষ্কার করা আত্মজীবনীতে
লিখে রাখি এইসব
তাই এখন নারীকে ছুতে গেলে দ্বিধা হয়
সন্তানের মুখে চুম্বনের আগে
মনে হয় বিষে ভরে গেছে ওষ্ঠ...
সিকান্দার মুকান্দার
আমার সামনে ছিল অনন্ত বিস্ময়
আমার সামনে ছিল দিগ্বিজয়ের আহ্বান
আমি ভেবেছিলাম পাহাড় মাটি একাকার করে দেবো,আমি ভেবেছিলাম মানুষের জন্য
প্রকৃত স্বাধীনতা এনে দেবো
আজ এতদিন বাদে এসে মনে হচ্ছে এই কি মানবাধিকার, খায় না মাথায় মাখে
চুরি করে চোর বহালতবিয়তে ঘুরে বেড়ায়
ধরা পড়ে না
চরিত্রহীনের স্বদেশ সাধনা মিথ্যা
ঈশ্বর সাধনা ভুল
এসব অখণ্ড সংহিতাতেই রয়ে গেছে
ছেলে বেলার বন্ধু পবন বললো
রাজনৈতিক ছায়া, সে যে কোনো দলই হোক
লাল নীল সাদা
আর পকেটে টাকা থাকলেই সিকান্দার
আমি ভাবছি কথাটা কি সত্যি
মনে মনে বলি মিথ্যে, মিথ্যে হোক একথা...
২.
মুক্তি
এর চেয়ে মুক্তি ভালো
এর চেয়ে মৃত্যু ভালো, হাসির বদলে প্রায় নি:শব্দ
হাহাকার ,কেন তবু ঘুরে ঘুরে
তুমি আসো মিথ্যে জীবন ভস্ম জীবন দেখতে
কী বিশাল তার ছায়া
কিছু দূর হেঁটে গিয়ে ফিরে আসি
আমারো কি ত্রুটি ছিল?
একলা আবিষ্কার করা আত্মজীবনীতে
লিখে রাখি এইসব
তাই এখন নারীকে ছুতে গেলে দ্বিধা হয়
সন্তানের মুখে চুম্বনের আগে
মনে হয় বিষে ভরে গেছে ওষ্ঠ...
৩.
জমে আছে কথা
বুকের ভেতর জমে আছে কথা
তোমাকে স্পর্শ করার আগে
সুপ্রাচীন হাভেলির দগ্ধ দুপুর
এলোমেলো ঘুরতে লাগলো , সুন্দর রয়েছে আড়ালে সর্বত্র মুদ্রিত ছাপা হরফে নদী
পাহাড় উপত্যকায়.... ফু দিয়ে যতোই সরায়
বরফ কেটে ঢুকে যায় তোমার মুখ
ছটফটানি ঝলমলে খুশির আমেজ
দৈবিক মূর্ছনায়....
তখন অলৌকিক সেতার বেজে উঠলো বিষন্ন
দাবার কোর্টে একটু ফোপানির শব্দ
ধীরে ধীরে রাতের আকাশে মিশে যাচ্ছে
ঈশ্বর কাছেই আছেন তাই
এটুকুই আপাত কষ্ট, এখন বুকের ভেতর জমে উঠেছে হাওয়া প্রকৃত আরোগ্যের জন্য
ক্ষণিকের জয় পরাজয় ও কিছু নয়...
৪.
কিছুই অজানা নেই
এখন কোনো কিছুই অজানা নেই কারো
গুগল সার্চ করে বলে দিচ্ছে সব
ক্যালিফোর্ণিয়ার রাস্তাঘাট হুনুলুলুর সমুদ্র সৈকত রাঢ়বঙ্গে চুয়ামসিনা গ্রামের নামের তাৎপর্য ,সবাই যে যার ফেসবুকে মেসেজ পাঠাচ্ছে, আর অম্নি সহস্র লাইক কমেন্ট শেয়ার
উপদেশ বৃষ্টিতে ভরে যাচ্ছে পৃথিবী
আসলে মানুষ চিরকাল এক ই থেকে গেল
বদলালো না কিছুই
তারা চায় জয় আর কিছু নয়
এখন আমি কি করি
তোমাকে দেবো নীল খাম চড়ুই পাখির সাম্রাজ্য
শালিকের এলোমেলো স্বপ্ন আর স্বপ্ন পূরণের
কবিতা , তুমি নেবে এসব
ছটফটানি খুশি আর ধুলাবালি জীবন
তোমার সবুজ ঘাসের উপর বসতে দেবে সুলতা...
৫.
ভালো থেকো
ভালো থাকা সহজ নয়, তবু বলি ভালো থেকো
যাকে বলি সেও জানে
এই নশ্বর পৃথিবীতে আহার বিহার মাঝে
ধূপধূনো সন্ধ্যারতির পর আর ভালো থাকা সহজ নয়, কালবৈশাখী আসে
শাখা প্রশাখা ভাঙে
ভূমিকম্প ওলটপালট করে দেয় প্রাকৃতিক উপায়ে সুনামির উথাল পাথালে মেদিনী টলমল
করে এর মাঝে খবরের কাগজে
প্রতিদিন রক্তপাত ,প্রাণ বুঝি পোকামাকড় ব ই
কিছু নয়
তবু এরই মাঝে মনে মনে বলি
ভালো থেকো ,সকালে শিশুরা স্কুলে যায়
অফিস কাছারি যায় লোকে
এরই মাঝে কারখানায় ধূলো ধোয়া আগুন
নিয়ে খেলা ,দূর সমুদ্রে পাড়ি দেয়
জেলে,বিমানপথে যায় কেউ কেউ
সক্কলকে বলি ভালো থেকো
যদিও সবাই জানে আর ভালো থাকা সহজ নয়
এ বড়ো মিথ্যে কথা...
ভালো থাকা সহজ নয়, তবু বলি ভালো থেকো
যাকে বলি সেও জানে
এই নশ্বর পৃথিবীতে আহার বিহার মাঝে
ধূপধূনো সন্ধ্যারতির পর আর ভালো থাকা সহজ নয়, কালবৈশাখী আসে
শাখা প্রশাখা ভাঙে
ভূমিকম্প ওলটপালট করে দেয় প্রাকৃতিক উপায়ে সুনামির উথাল পাথালে মেদিনী টলমল
করে এর মাঝে খবরের কাগজে
প্রতিদিন রক্তপাত ,প্রাণ বুঝি পোকামাকড় ব ই
কিছু নয়
তবু এরই মাঝে মনে মনে বলি
ভালো থেকো ,সকালে শিশুরা স্কুলে যায়
অফিস কাছারি যায় লোকে
এরই মাঝে কারখানায় ধূলো ধোয়া আগুন
নিয়ে খেলা ,দূর সমুদ্রে পাড়ি দেয়
জেলে,বিমানপথে যায় কেউ কেউ
সক্কলকে বলি ভালো থেকো
যদিও সবাই জানে আর ভালো থাকা সহজ নয়
এ বড়ো মিথ্যে কথা...
----------------------------------------------------------------------------------------
মতামত জানান। এই বিভাগে আপনিও অপ্রকাশিত লেখা পাঠান।
ankurishapatrika@gmail. com
----------------------------------------------------------------------------------------

ভালো লাগলো।
উত্তরমুছুন