'আকাশ কুসুমে'র নায়ক;সৌমিত্র চট্টোপাধ্যায়
জন্ম-১৯.০১.১৯৩৫ মৃত্যু- ১৫.১১.২০২০
প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়
শ্রদ্ধাঞ্জলি নিবেদনে- বিমল মণ্ডল
সৌমিত্র চট্টোপাধ্যায় (জন্ম -১৯.০১.১৯৩৫ — মৃত্যু- ১৫.১১.২০২০) প্রায় সাত দশকের দীর্ঘ ফিল্ম-কেরিয়ার সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়ের 'অপুর সংসার' দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু এবং 'আকাশ কুসুমে'র নায়ক জীবনের বেলাশেষে চলে গেলেন অতল মৃত্যুর আহ্বানে! বাঙালি হারাল এ সময়ের এক অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্বকে।
একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। অভিনেতা হিসেবে তিনি কিংবদন্তি, তবে আবৃত্তি শিল্পী হিসেবেও তার নাম অত্যন্ত সম্ভ্রমের সাথেই উচ্চারিত হয়। তিনি কবি এবং অনুবাদকও। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ভিতর ১৪টিতে অভিনয় ও করেছেন।
সৌমিত্রর কবিতার সংকলন মধ্যরাতের সংকেত। ৪৮টি কবিতার এই সংকলনে স্বতন্ত্র ভাবে সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর 'প্রথম প্রেম কবিতা'য় শুরুর আগের শুরুতে লিখেছেন-
‘আমি কবিতার চলতে শুরু করার সাক্ষী
আমি দেখতে পেয়েছিলাম
চলতে চলতে সে এই শহর ছাড়িয়ে যাচ্ছে
প্রথম মেঘ যেমন ক’রে আকাশ ঢেকে ফেলতে থাকে
প্রথম প্রেম যেমন...’
বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ভিতর ১৪টিতে অভিনয় করেছেন।তাঁর অভিনীত চরিত্রগুলোর ভিতরে সবথেকে জনপ্রিয় হল ফেলুদা। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন।
দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে হার মানলেন ফেলুদা। মৃত্যুর কাছে পরাজিত হলেন আজ সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর আজ এই মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটা যুগ যেন শেষ হয়ে গেল।করোনাই যেন অনুঘটকের মতো সৌমিত্রকে এগিয়ে নিয়ে গেল সেই না-ফেরার দেশে। তাঁর এই মৃত্যুতে শোকাভিভূত সমগ্র বাঙালি এবং বাঙালি সিনেমাপ্রেমীরা।না ফেরার দেশে চলে যাওয়া এই নায়কের প্রতি জানাই বিনম্র প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন