রবিবার, ২ আগস্ট, ২০২০

নতুন ধারাবাহিক।। বর্ষা ও বাঙালি - পর্ব-১। পার্থ সারথি চক্রবর্তী










  বর্ষা ও  বাঙালি —  পর্ব  ১ 

বর্ষা মানেই আমার কাছে এক বিলম্বিত সকাল । অলস দুপুর ।অবশ্যই এখন কেবলমাত্র ছুটির দিনগুলোতে ।ঘোড়ার জিন দেওয়া দিনগুলো বাদ দিয়ে! তার মানে খুব কম,হাতে গোনা ।তাই বড়(তথাকথিত)হবার পর বর্ষা আর তেমন পছন্দের নয়।বরং ছটির দিনে মুষলধারে হোক আর টিপ টিপ,  ঘরবন্দি ।আড্ডা নেই ।কিছুটা হলেও মন কেমনিয়া ।কিন্তু স্মৃতি যে উসকে দেয় বারবার ।তাই মন টাইম মেশিন করে ফিরে যায় ছেলেবেলায়।
ছোট বেলায় রেনি ডে! যেন সাক্ষাৎ দেবদূত । স্কুল ছুটি বা হাফ ছুটি। আর বাবাকে ম্যানেজ করতে পারলে তো কেল্লা ফতে! তাই বলে জলকেলির বিরাম নেই ।মাঠে ফুটবল খেলা চাইই।যত বৃষ্টি,  যত মাঠভর্তি জল; খেলার মজা তত বেশী । পরে দেখেছি কোচবিহার মদনমোহন বাড়িতে একটা ' দধি-কাদা উৎসব '। তার সাথে অনেক মিল । শুধু তখন একটা চামড়ার গোলক থাকত! বাড়ি ফিরে ভদ্রস্থ হতে রীতিমতো কসরত করতে হোত।সঙ্গে থাকত মায়ের উধোম বকুনি।তাও সব যেন ঐ অনাবিল আনন্দের কাছে ম্লান হয়ে যেত।

৩৬ বছর বয়সী কবিগুরু ' কল্পনা ' কাব্যগ্রন্থের ' বর্ষামঙ্গল  ' এ লিখেছেন -

" এসেছে বরষা,এসেছে নবীনা বরষা
গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা-
দুলছে পবনে সনসন বনবীথিকা,
গীতময় তরুলতিকা। "

৩৬ এর এক-তৃতীয়াংশ বয়সে ও যেন কি উন্মাদনা। বাঁধনছাড়া। পাগলপারা। আসলে বাঙালির বর্ষা রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো কখনোই নয়!

বর্ষা আর বর্ষন।গড়পরতা বাঙালির মাদকতা একে জড়িয়ে- সঙ্গে রবীন্দ্রনাথ ।এই পরিবেশে অ-কবি বা না-কবি ও কবি!মনের জগৎ উলোট-পালট। সেদ্ধ-ডিম সুতো দিয়ে অর্ধেক করে কেটে খাওয়ার যুগে ইলিশের গন্ধ- একটা স্বপ্ন স্বপ্ন ব্যপার ছিল বই কি! বরাতজোড়ে সেটা ও যদি মেলে, তবে তো কেয়া বাত্। মনের ভেতর বেজে ওঠে -

" আজি ঝরঝর মুখর বাদল দিনে 
জানি নে,জানি নে কিছুতেই কেন মন লাগে না "।

সত্যি বর্ষা আনমনা করতো! হয়তো এখনো করে! শুধু একটু অবকাশ চাই ।কাজেই,  ইলিশের বদলে খিচুড়ি আর ডিমভাজা ও উতরে দিতে পারে।
রবীন্দ্রনাথ একজন প্রকৃতপ্রেমিক ছিলেন।আরো বেশি ছিলেন বর্ষা-প্রেমিক।প্রচুর গান-কবিতা লিখেছেন বর্ষা নিয়ে ।আর বাঙালি কবিতা লেখেনি,  এমনটা পাওয়া দুষ্কর ।যখন সংসারের জোয়াল গলায় চেপে বসার ভাবনা নেই,  তখন বর্ষা সেই প্রবণতাকে আরো উসকে দেয় ।কৈশোর আর প্রাক-যৌবন তাই  বর্ষায় মাতোয়ারা ।বর্ষায় আসে নব-উদ্যম।সব কিছু নতুন করে। নতুন রূপে ।রবীন্দ্রনাথ ও আছেন সবার মনজুড়ে । আর বর্ষার বর্ষনমুখর দিনে আরো বেশি করে । আরো গভীরভাবে ।

(চলবে)



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন