বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

নির্বাচিত ছড়াগুচ্ছ ।। আলাউদ্দিন হোসেন



 



রূপসী তরু      

বর্ষার দূত রুপসী তরু
হলদে সাদার মেলা 
বৃষ্টি হলে খেলাচ্ছলে
হাসে সারাবেলা। 

মাঝিমাল্লা ভেসে চলে   
পাল উড়িয়ে দূরে
মেঘ বালিকা খোঁপাজুড়ে     
বর্ষা নতুন সুরে।  

বর্ষা মুখর হাসিখুশি
কদমফুলে ঘ্রাণ
বর্ষার দূত রূপসী  তরু 
রূপ বর্ষার প্রাণ।






রূপালি মেঘ 

সঘন মেঘ অঝোর ধারা
রূপালি  জলের গান
ভর আষাঢ়ে থৈথৈ আকাশ
গ্রাম বাংলার প্রাণ। 
    
আষাঢ় প্রিয় কবি কন্ঠে
শত কবিতার সুর
গগণ তলে মেঘের ছোঁয়া
ছুটে চলে বহুদূর। 

আষাঢ়জুড়ে বৃষ্টিধারা
ভেজা মাটির ঘ্রাণ  
সাদা মেঘের লুকোচুরি
রূপ বর্ষার প্রাণ।


কদম হাসে


কদম হাসে বর্ষাজুড়ে
বৃষ্টি করে আড়ি
পাপড়িগুলো জলে ভাসে
দৃশ্যটা বেশ ভারী। 

কিশোর তরুণ কদম পাড়ে
মনে খুশির রং
নববধূ অবাক চোখে
দেখে রঙিন ঢং। 

মেঘের ডাকে হেলে দুলে
খি খি করে হাসে
পাপড়িগুলো জলে ভিজে
পড়ে সবুজ ঘাসে।


বৃষ্টির ছোঁয়া 
   
আষাঢ় শ্রাবণ বৃষ্টি ঝরে
হাসে সবুজ বন
খাল-বিলে ব্যাঙের নাচন
খুলে আপন মন।

সবুজ বনে নেচে বেড়ায়
প্রজাপতির ঝাঁক
ঘন বৃষ্টির ছোয়া পেয়ে
হাসে নদীর বাক।

আষাঢ় শ্রাবণ বৃষ্টি  পেয়ে 
মরুভূমি হাসে
রিমঝিম বৃষ্টি ছোঁয়া 
বর্ষা চলে আসে।





 বর্ষা
 
আষাঢ় এলো বর্ষা হলো
নদে এলো বান
গাছে গাছে নতুন পত্র 
ফিরে পেলো প্রাণ। 

আষাঢ় এলো বৃষ্টি হলো
মেঘাছন্ন আকাশ
এদিক ওদিক শুরু হলো
বইতে ঠান্ডা বাতাস। 

আষাঢ় এলো শুরু হলো
নদী ঘাটে খেয়া
বর্ষা নিয়ে হাজির হলো
কদম জুঁই কেয়া। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন