মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ।। সমরজিৎ সিংহ





  লেখা

কে যেন নিজের হাতে মুছে দিচ্ছে লেখা । 
লেখার বদলে রেখে দিচ্ছে এক চকচকে ছুরি ।
জানালাটা বন্ধ করে দিল ।
কেউ নেই ঘরে । লিখতে বসেছি । আর এই দৃশ্য ।

কি হতে পারে, ভাবছি । লেখার টেবিলে 
খুন ? কে করতে পারে এই কাজ ? দেখছি না তাকে  ।
দেখি, ছুরি এগিয়ে আসছে ।
শরীরে, না, ব্রেনের ভেতর বয়ে যাচ্ছে ঠাণ্ডা স্রোত ।

মনে পড়ে গেল, 
লেখক নিহত হলে লেখা বেঁচে যায় ! 







   ছায়া


ভাঙা আয়নার ছায়া কুড়োতে এসেছি এই দেশে ।
তোমার আঁচল আজ পেতে দিও, মেয়ে ।
ছায়াগুলি জড়ো করে রাখব সেখানে । ধার দিও
তোমার অণিমা । খুব কাজে লাগবে তা ।

সহজে পারি না । তুমি কি বাড়াবে হাত ?
ছায়া কুড়োবার ছলে এই সঙ্গ মানবে না লোকে ।
বলবে, বুড়োর ভীমরতি । ছিঃ ছিঃ ! থুথু দেবে গায়ে  ।
তোমার প্রেমিক যদি রাগ করে, তাকে বলে দিও, 
ছায়া কুড়োবার ফাঁকে বৃষ্টি নেমেছিল !


 

  গতজন্ম 


অন্ধটির হাত নেই,  আর সে মূলত
খঞ্জ ও বধির ।  তবে বোবা নয়,  বলে,
গান গাইছে চাতালে বসে ।
সে গানের সুরে উল্কাপাত হল আজ ।
ধ্রুবতারা দিক ভুলে এসেছে দক্ষিণে,
তার সঙ্গে সপ্তর্ষিমণ্ডল ।
জোয়ারভাটার কথা ভুলে বাবুঘাটে
গঙ্গা উঠে এসেছে অন্ধের কাছে, তাকে
দেখে, মনে হল, শ্রোতা নয়,
সে, আসলে, মেছো পাড়ার বিধবা বৌদি।

দূরে বসে, এক বাউল গায়িকা
গলা সাধছিল একা একা । 
অন্ধগীতিপ্রণয়ের মত গায়িকার
দেহ থেকে, ঐ সুরের টানে
ঝরে পড়ছিল লালা, থুথু, ক্লেদ সহ
তার গতজন্ম ।



  ডাকবাক্স

হারিয়েছি লাল ডাকবাক্স,
তুমি না কি আমাকে আঁকছ ?

চিঠি নেই, কতদিন হল ?
সুদূর আকাশ তুমি, বল । 

আমার  ছবিটি খুঁজি  রাতে,
ডাকবাক্স ঘোরে কার হাতে ?


  বাজার
 

বাজারে এসেছি । কি কিনব ?
মাৎসর্য, মোহ, মদ, মাংস কিনেছি ।
রইল যা, তা ঐ স্বপ্ন । বাসি, 
শূওরের মত, কাটা ও ছড়িয়ে রাখা ।
তুলে নিই কিছু ।
কলমি শাকের মত সবুজ সে, আশা, 
তাও নিই । তামসিক বলে, 
খানিকটা লোভ কিনে ফেলি ।

এসেছি বাজারে । গৃহস্থের সংসারে
প্রকৃত ফোড়ন ছাড়া সকল অচল ।
মিথ্যে সেই তেজপাতা । কিনি ।
ঈর্ষা কিনি, ঝাল হবে তাতে ।
নুনের বদলে কিনে ফেলি আমি কিছুটা ছলনা ।

আর কিছু বাকি রয়ে গেল, যাজ্ঞসেনী ?







 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন