সবাই স্বপ্ন আঁকে
এই টিনা তুই পড়িস কিসে?
ওয়ানে।
ভালোবেসে দিলাম তোকে
নলেন গুড়ের মোয়া নে।
এই নীলু তুই পড়িস কিসে?
টু-তে।
পারবি কি তুই দৌড়ে গিয়ে
আকাশটাকে ছুঁতে?
এই রিমি তুই পড়িস কিসে?
থ্রি-তে।
ঠকেই যাবি, নিস যদি তুই
কোন জিনিস ফ্রি-তে।
এই পিকু তুই পড়িস কিসে?
ফোরে।
বল দেখি কি স্বপ্ন দেখিস
একলা ঘুমের ঘোরে?
কাকে ভালোবাসিস তোরা?
মাকে।
এই বয়সে মাকেই ঘিরে
স্বপ্ন সবাই আঁকে।
ভেবে যাই
পাখি,
গাছে গাছে উড়ে যায়
ছায়া রোদ্দুরে যায়
কত দেশ ঘুরে যায়
ভাবি তাই মনে।
মেঘ,
কত ছবি এঁকে যায়
নানা রঙ মেখে যায়
আমাকে সে ডেকে যায়
আকাশের কোণে।
চাঁদ,
সারারাত ছুটে যায়
কত তারা জুটে যায়
আকাশেতে উঠে যায়
আয় আয় ডাকি।
আমি,
ভেবে ভেবে ঘেমে যাই
ফাঁকা মাঠে নেমে যাই
কাছে পেয়ে থেমে যাই
মেঘ চাঁদ পাখি।
একটা ছবি
আকাশে এখন রঙিন মেঘের দল
পুবে-পশ্চিমে করে ছুটোছুটি খেলা
একটু আগেই নেমেছে বৃষ্টি ঢল
তাই দেখা যায় রংধনুকের মেলা!
শেষ বিকেলের সূর্যটা মেঘে ঢাকা
খেলতে খেলতে তাকিয়েছি ঐদিকে
আকাশে যা ছিল সাত রঙ দিয়ে আঁকা
সেই রংধনু হয়ে আসে ধীরে ফিকে।
ভরে আছে খালে লাল শালুকের ফুল
হাঁসগুলো চরে শালুক পাতার ফাঁকে
তিনটে খুকি সে বাঁধেনি মাথার চুল
এ ছবিগুলোর কে বলো খবর রাখে!
রংধনু মেঘ বৃষ্টিকে ভালবাসি
ইঞ্জিন-ভ্যানে যেতে যেতে আমি দেখি
ছবিগুলো যেই সাজিয়েছি পাশাপাশি
তাকিয়ে দেখি সে একটাই ছবি, একী!
এই ছড়াটা এগিয়ে চলে
এই ছড়াটা বোশেখ মাসের
কাঁচা-মিঠে আমের
নিঝুম দুপুর দখিন হাওয়া
স্বপ্ন-মোড়া খামের।
ভোরের বেলা সবার আগে
আম কুড়োনোর সুখ
এই ছড়াটার স্মৃতির ঢেউয়ে
উথলে ওঠে বুক।
এই ছড়াটা বোশেখ মাসের
স্বপ্ন-রঙিন ছবির
গান কবিতা সুরের তালে
আপন-ভোলা কবির।
জোসনা রাতে মিষ্টি হাওয়া
মাঠ পেরিয়ে আসা
এই ছড়াটার ছন্দে তালে
সুখ-সাগরে ভাসা।
এই ছড়াটা বোশেখ মাসের
উছল নদীর ঢেউ
নৌকা চড়ে দোল খেতে কি
তোমরা যাবে কেউ?
ওইতো ওঠে ঢেউয়ের মাথায়
আবার নামে নীচে
এই ছড়াটা এগিয়ে চলে
তাকায় না তো পিছে!
কে বলো দাম দিচ্ছে
আমার কিন্তু ভাল্লাগে না
যা বলো তাই বলতে
ইচ্ছে আমার হয় না মোটেই
তোমার মতো চলতে।
এটা করো না ওটা করো না
সারাটা দিন বলবে
সেসব যদি না শুনি ব্যস
কানটা ধরে মলবে।
দুধ-ভাত ফল খেতেই হবে
খাওয়ার জন্যে ধরবে
ইচ্ছে আমার নেই যে খাওয়ার
তবুও জোর করবে!
তোমরা যারা বড়রা সব
পাও না দেখতে পষ্ট
এই আমাদের মনের মধ্যে
বাড়ছে কতই কষ্ট।
আমরা এখন ছোট বলে
কে বলো দাম দিচ্ছে
একবারও কই বলো না, কর
যা খুশি তোর ইচ্ছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন