শুক্রবার, ১০ জুলাই, ২০২০

নির্বাচিত ছড়াগুচ্ছ।। শাহীন খান




  ছোটাছুটি

আকাশ কাঁদে অঝোর ধারায়
 নাচছে কোলা ব্যাঙ
গান জুড়েছে হেড়ে গলায়
 গ্যাঙর গ্যাঙর গ্যাঙ 
শুনে সে গান পাগল হলো
 রুই  মাগুর আর পুঁটি 
নদীর জলে তাই তো তারা 
করছে ছোটাছুটি। 



  মেঘবালিকা

বৃষ্টি ঝরে  মিষ্টি সুরে
 মেঘবালিকা ওড়ে
চারদিকেতে অহর্নিশি
 খুশি মনে  ঘোরে। 
রূপের চমক দেখায় কি যে
 কালো বদন তার
আকাশ তাকে ভালোবেসে
 গলায় পরায় হার
খুশি হয়ে নাচতে থাকে
 রুমঝুমাঝুমঝুম  
আষাঢ় মাসে দৌড়ে পালায়
 তাহার চোখের ঘুম। 



 সৃজনের মেজ মামা 

সৃজনের মেজ মামা 
হারাধন হালদার
পাট্টি সে নয়  ছোট
ইয়া বড় মালদার। 
তাতে হলো কি?
বজ্জাত কিপটে 
খায় না তো সিপটে
ছিঃ ব্যাটা ছিঃ।  

সৃজনের মামা
পরে ছেঁড়া জামা। 



 আকাশ জুড়ে 

আকাশ জুড়ে রংয়ের খেলা 
রং ভেসে যায় সারাবেলা
সূর্য ছড়ায় রোদ
আহা কি আমোদ। 
নেই কো মেঘের আনাগোনা 
পাখি করে আলোচনা 
ধরে তারা সুর
কি যে সুমধুর! 



 ভাল্লাগে না 

ভাল্লাগে না বন্দি ঘরে 
ইচ্ছে করে সন্ধি করে
যাই হারিয়ে দূর 
হাওয়ায় ভেসে  
মেঘের দেশে 
যাই চলে যাই নিরুদ্দেশে
ভাবনা করি চুর। 

মা যদি হও রাজি
তোমার খোকা বিনা দ্বিধায় 
ধরবে জীবন বাজী। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন